Home About-us Privacy Policy Contact-us Services

সমাধান জেনে নিন ;-আপনার ব্রাউজার কি ওমেগা প্লাস মেলওয়্যারে আক্রান্ত ?

ad+1

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের এ্যড থেকে নিজেকে মুক্ত রাখা খুব কঠিন। যে কোন উপায়ে আপনাকে পিটিসি এ্যড এর পাল্লায় ফেলবেই । মনের ভুলে কোন সময় হয়তো কোন এক আকর্ষনীয় বিজ্ঞাপনে ক্লিক করেছেন আর অমনি আপনার ব্রাউজারের হোম পেজ চলে গেল অন্যের দখলে। আমি বলছি Omiga-Plus ম্যালওয়্যারের কথা। এটি আপানার ব্রাউজার থেকে শুরু করে উইন্ডোজ এর সেটাপ  ড্রাইভারের ভেতরে কিছু ফোল্ডার তৈরি করে। তাই আপনি ব্রাউজার রিসেট করেও পার পাবেন না। পিসি রিষ্টার্ট দেয়ার পর দেখবেন এটি আবার আপনার ব্রাউজারে এসে বসে আছে। একটি সফটওয়্যর এ সমস্যার সমাধান দিতে পারে, সেটা হলো adwcleaner. এই লিংক থেকে সম্পুর্ন ফ্রি ভার্শনটি ডাউনলোড করে দ্রুত ইনস্টল দিন । ইনস্টল হয়ে গেলে নির্দেশনা অনুযায়ী স্কেন করুন। তার পর আপনার ব্রাউজারটি রিসেট করুন। ফায়ার ফক্স  রিসেট করতে Help-Troubleshooting information-Refresh firefox এ ক্লিক করুন।
আপনার সমস্যা সমাধান হয়ে গেল।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates