Home About-us Privacy Policy Contact-us Services

সমস্যা যখন ছোট কিন্তু না জানলে বিশাল বড়! গিগা টিউন!!

ad+1

অাসসালামুআলাইকুম,
একদিন সকালে ঘুম ভেঙে দেখি অামার শখের Android phone এ ইমেইল, গুগল অথবা প্লে-স্টোর এ সাইন-ইন করতে পারছি না!!!

ফোন রিসেট ফ্যাকটরি সেটিংস দিলাম কিন্তু কাজ হলো না। রাতে শুতে যাবার আগে অনেক গুলো অ্যাপলিকেশন ইন্সটল দিয়েছিলাম, সেখান থেকে সম্ভবত কোন প্রবলেম হয়ে গেছে। কাস্টমার কেয়ারে নিয়ে যেতেও মন চাইছিল না, কারণ আমার কথা হলো কোন সমস্যা হলে নিজে আগে দেখবো ব্যার্থ হলে অন্যের সাহায্য নিবো। যেই কথা সেই কাজ, আল্লাহ্ রব্বুল আলামিন দয়া করে আমাকে উত্তরাধিকার সুত্রে যে মাথাট দিয়েছেন সেটার প্রয়োগ করতে লাগলাম। অবশেষে সমাধান বের করে ফেললাম।
প্রথমে স্মার্টফোনটি রুট করুন যদি আপনারও একই সমস্যা হয়ে থাকে। টিটিতে রুট করার পদ্ধতি পেয়ে যাবেন আশা করি।
তারপর  Root Explorer সফটওয়্যারটি ইন্সটল দিন ।
আপনারা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে রাখতে পারেন:
https://play.google.com/store/apps/details?id=com.speedsoftware.rootexplorer


Root Explorer টি ওপেন করুন:

উপরের ছবিতে লক্ষ করুন ETC এর নিচে Mount R/O আছে, ওটাতে ক্লিক করুন:

খেয়াল করে দেখুন উপরে Mount R/W হয়ে গেছে, এখন নিচে যান দেখবেন Hosts একটি ফাইল আছে, তা ওপেন করুন নিচের মতো Text Editor এর সাহায়্যে:


এখন নিচের মতো একটি ছবি আসবে:

এখন নিচের ছবির মতো ২য় আই.পি এর আগে একট # দিন এবং  Save and Exitকরে বের হয়ে এসে ফোন Restart দিন :

ব্যাস কাজ শেষ এখন লগইন করুন আপনার ইমেলই, উপভোগ করুন প্লে-স্টের  এবং নাকে তেল দিয়ে ঘুমান আরামছে। :lol:
কোন সমস্যা হলে টিউমেন্টস করে জানবেন কিন্তু।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates