অ্যান্ড্রয়েড
ব্যবহারকারীরা তাদের ফোনে এম
এস অফিস, পিডিএফ ডকুমেন্ট
পড়তে অনেক পছন্দ করে থাকে।
কিন্তু, অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট
ভার্সনটি অনেক ক্ষেত্রে সেসব
সুবিধা পাওয়া যায় না,
যা আমরা থার্ড
পার্টি অ্যাপগুলোতে পেয়ে থাকি।
এমন একটি চমৎকার অ্যাপ হচ্ছে WPS
Mobile Office যা দিয়ে সহজে অনেক
সুবিধা পাওয়া যাবে যা ডিফল্ট
অ্যাপটিতে পাওয়া যায়নি। যেমন:
ফোনে থাকা পিডিএফ
ডকুমেন্টগুলো একসাথে দেখাবে,
আছে Cloud Storage-র সুবিধা,
শেয়ার প্লে’তে যুক্ত হওয়ার সুবিধা,
MS Office-র সব সুবিধা তো আছে,
সাথে আছে মেমো তৈরীর
ব্যবস্থাও
এছাড়াও রয়েছে আরো অনেক
সুবিধা। অ্যাপটি ডাউনলোড করার
জন্য নিচের লিংকে ক্লিক করুন।