কমবেশি আমরা সবাই
ইংরেজিতে হ্যাংম্যান গেম
টা খেলেছি। সবার প্রিয়
গেমটি এই প্রথম বাংলা ভার্সন
এ ডেভেলপ করা হয়েছে। বাংলায়
বিভিন্ন ধরনের শব্দগুচ্ছ
নিয়ে কয়েকটি লেভেল এ খেলার
উপযোগী করে গেমটি বানানো হয়েছে।
গেমটির ইন্টারফেস ও বেশ
আকর্ষণীয়। আশা করা হচ্ছে ছোট
বড় সব বাংলা ভাষাভাষীদের
কাছে গেমটি ভালো লাগবে।
বাংলা ভাষা উন্নয়নের জন্য এই
ধরনের একটি উদ্যোগ অবশ্যই
প্রশংসনীয়। ডেভেলপার এই
মুহূর্তে গেমটিকে শুধু
অ্যানড্রয়েডে খেলার
উপযোগী করে বানিয়েছে। খুব
শীঘ্রই গেমটি অন্যান্য
অপারেটিং সিস্টেমে খেলার
জন্যও পাওয়া যাবে। এই
মুহূর্তে গুগল
প্লে স্টোরে গেমটির
একটি ফ্রী এবং একটি পেইড
ভার্সন পাওয়া যাচ্ছে। একজন
বাংলাদেশী তরুণ গেম
ডেভেলপারের বানানো প্রথম
গেম এটি।
আমরা গেমটি সম্পর্কে এই
ব্লগে এবং গুগল
প্লে স্টোরে নিজস্ব মতামত
দিয়ে তরুণ এই
ডেভেলপারকে উৎসাহ
দিতে পারি ।
https://play.google.com/store/apps/details?
id=net.adpers.jhulontomanob&hl=in