আসসালামু আলাইকুম। প্রিয়
টিটি মেম্বারগন, আমার এই টিউন
টি যদিও টেকনোলজি রিলেটেড
না, তবে রমজান মাসের জন্য আর্দশ।
এই ব্যতীক্রমী টিউন
টি আপনাকে লক্ষ-
কোটি নেকী পেতে সহায়তা করবে।
তাই অনুরোধ রইবে সব ভাই-
বোনেরা ৫ ওয়াক্ত নামাযের
পাশাপাশি নিম্মের
দোয়া গুলো পাঠ করবেন আর
নিজের আখিরাতের অর্জন
ভারী করবেন। আর মনে রাখবেন,
এটা রমজান মাস সেহেতু সকল ইবাদত
এর সওয়াব হবে ৭০ গুন। আর সকল ভাই-
বোনেরা এই
দোয়া গুলো যদি আরবীতে সঠিক
উচ্চারণ সহ বিজ্ঞ কোন ব্যক্তির
নিকট থেকে শিখেন তবে উত্তম,
বাংলা ভাষায় আরবির সঠিক
উচ্চারণ পাওয়া যায় না বা করাও
যায় না।
১। ৫ সেকেন্ডের কোন দোয়া ১ বার
পড়লে ফেরেশতাগণ ১ হাজার দিন
পর্যন্ত নেক লিখা হয়?
দোয়াঃ " জাযাল্লাহু
আন্না মুহাম্মাদাম মা-হুয়া আহলুহ।"
নবী করীম (সাঃ) বলেন,
যে ব্যক্তি ১ বার এই দোয়া পাঠ
করবে, ৭০ জন ফেরেস্তা ১০০০ দিন
পর্যন্ত বিরতিহীনভাবে ইহার/তার
ছওয়াব লিখতে থাকবে। এটা রমজান
মাস সেহেতু সকল ইবাদত এর সওয়াব
হবে ৭০ গুন। [তাবরানী, তারগীব
তারহীম]
২। ১০ সেকেন্ডে কিভাবে ২০ লক্ষ
থেকে ১৪ কোটি নেকী লাভ
করা যায়?
দোয়াঃ " লাইলাহা ইল্লাল্লাহু
ওয়াদাহু লাশারীকালাহু আহাদান
সমাদান লামইয়ালিদ ওয়ালাম
ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফু
ওয়ান আহাদ। "
হুজুর (সাঃ) ফরমান, যে ব্যক্তি এই
দোয়া ১ বার পাঠ করবে আল্লাহ
তায়ালা তাকে ২০ লক্ষ
নেকী দান করবেন। ফরজ নামাযের
পর পরই পড়াও একটি সুন্নত,
আমলটি রমজানে পড়লে ১৪
কোটি নেকী লাভ করা যায়।
[তারগীব তারহীম,
ফাযায়েলে আম'ল]
৩। ৫ সেকেন্ড কিভাবে ১ লক্ষ
থেকে ৭০ লক্ষ নেকী লাভ
করা যায়?
দোয়াঃ হুজুর (সাঃ) ফরমান,
যে ব্যক্তি " লাইলাহা ইল্লাল্লাহু"
পড়বে তাহার জন্য জান্নাত
ওয়াজিব হয়ে যায়। আর
" সুবহানাল্লিহি ওয়াবিহাদিহী"
১০০ বার পাঠ করবে সে ১ লক্ষ ২৪
হাজার নেকী লাভ করবে।
এটা রমজান মাস সেহেতু সকল ইবাদত
এর সওয়াব হবে ৭০ গুন, সুতরাং এই
সওয়াব হবে ৭০ লক্ষ ১৬৮০ হাজার
নেকী। [মুসলিম, তিরমিজী, আবু
দাউদ, ইবনে মাজা, মুস্তাদরাক
হাকীম, তারগীব]
৪। কোন কালিমার জিকির ৭
আসমান ৭ জমীন হইতেও ভারী?
দোয়াঃ রাসুল (সাঃ) ফরমান, ৭
আসমান ৭ জমীন যদি এক পাল্লায়
রাখা হয় তবুও
" লাইলাহা ইল্লাল্লাহু"র পাল্লাই
ওজনে ভারী হইবে এবং ইহার
পরিধি আরশের নিচের স্থানও
সংকুলান হয় না। [ফাযায়েলে আম'ল]
৫। ২ মিনিটে কিভাবে ১০০ নফল
হজ্বের নেকী লাভ করা যায়?
দোয়াঃ হুজুর (সাঃ) ফরমান,
যে ব্যক্তি সকালে ১০০ বার ও
সন্ধ্যায় ১০০ বার " সুবহানাল্লাহ"
পাঠ করবে, আল্লাহ
তায়ালা তাকে ১০০ নফল হজ্বের
ছওয়াব দান করবেন। [মিশকাত,
আহমাদ নাসাই]
৬। ২০ সেকেন্ডে কি আমল
করলে অর্ধেক দিন তাছবীহ পড়ার
চেয়েও বেশি নেক লাভ করা যায়?
দোয়াঃ রাসুল (সাঃ) ফরমান,
যে ব্যক্তি এই তছবীহ ৩ বার পাঠ
করবে সে অর্ধেক দিন তাছবীহ
তাহলীল পড়ার চেয়েও অধিক
ছওয়াব লাভ করবে।
" সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী আদাদা খালকিহী ওয়ারিদ্বা নাফাছিহী ওয়াজি নাতা আরশিহী ওয়ামিদাদা কালিমাতিহী
।" [মুসলিম তিরমিজী, নাসাঈ]