সংগ্রহীত খবর কালের কণ্ঠ
বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ ৭। ২০১৫
সালের ১৩ জানুয়ারির পর
আনুষ্ঠানিক ভাবে বন্ধ
করে দেওয়া হবে উইন্ডোজ ৭
অপারেটিম সিস্টেম। এই নির্দিষ্ট
সময়ের পর মাইক্রোসফট করপোরেশন,
উইন্ডোজ ৭ –এ আর কোনও
নিরাপত্তা পরিষেবা দেবে না বলে জানা গেছে।
একই পদ্ধতিতে ২০১৮ সালের ৯
জানুয়ারির পর উইন্ডোজ ৮ এবং ৮.১
সংস্করণের নিরাপত্তা ব্যবস্থা বন্ধ
করে দেবে মাইক্রোসফট। চলতি বছর
এই একই পদ্ধতিতে মাইক্রোসফটের
উইন্ডোজ এক্সপি-র
নিরাপত্তাবিষয়ক সমস্ত ব্যবস্থা বন্ধ
করে দেওয়া হয়। মূলত মাইক্রোসফট
উইন্ডোজের নতুন সংস্করণের ব্যবহার
বাড়াতেই এমন উদ্যোগ
নিয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যে মাইক্রোসফট উইন্ডোজ ৯
নিয়ে কাজ শুরু
করে দিয়েছে মাইক্রোসফট
করপোরেশন । আগামী বছরেই
উইন্ডোজ ৯
বাজারে ছাড়া হবে সংস্থা থেকে জানান
হয়েছে।
সরাসরি খবর দেখতে
এখানে ক্লিক করুন