আস্সালামু আলাইকুম,
আশাকরি সবাই ভালো আছেন।
সরাসরি গল্পে চলে যাই। হয়ত
গল্পটা অনেকেই
অনেকভাবে জানেন। তারপরেও
বলছি।
একদা এক লোক জাহান্নামের
পাশ দিয়ে যাচ্ছিল।
সে একটা দৃশ্য লক্ষ্য করলো।
দৃশ্যটা হলো এমন- বিশাল
কয়েকটি কড়াইয়ের
মাঝে পাপিষ্ঠ ব্যক্তিদের
তাদের শাস্তি স্বরুপ
ভাজা হচ্ছে। বিভিন্ন দেশ
ভিত্তিক
কড়াইয়ে ফেরেস্তা নিয়োগ
দেয়া আছে যাতে কেউ কড়াইয়ের
বাইরে চলে না যায়। কিন্তু
লোকটি দেখল
যে একটি কড়াইয়ে কোন ডিউটিরত
ফেরেস্তা নেই। লোকটি বিস্ময়
প্রকাশ করে এক
ফেরেস্তাকে জিজ্ঞাসা করল
ঐ কড়াইয়ে কোন ফেরেস্তা নাই
কেন? ফেরেস্তা উত্তর দিল
যেসব দেশের কড়াইয়ে দেখছেন
ফেরেস্তারা ডিউটি করছে ঐ
দেশ গুলো হচ্ছে জাপান, চীন,
জার্মানী ইত্যাদি। আর ঐ
যে দেখছেন যে কড়াইয়ে কোন
ডিউটিরত ফেরেস্তা নেই
ওটা বাংলাদেশের কড়াই।
জাপান, চীন,
জার্মানী ইত্যাদি দেশের
লোকজন একে অপরকে কড়াইয়ের
বাইরে তুলে দেয়ার
চেষ্টা করছে বিধায়
ওখানে ফেরেস্তাদের নিয়োগ
দেয়া হয়েছে। কিন্তু
বাংলাদেশের লোকজন যেই
নিজে নিজে কড়াইয়ের
বাইরে যাওয়ার জন্য উপরে উঠার
চেষ্টা করছে তখনি আরেক জন ঐ
জনকে টেনে ধরে নিজে উপরে ওঠার
চেষ্টা করছে। এতে করে কেউ
উঠতে পারছে না। সুতরাং কেউ
বাইরে যেতে পারছে না। আর তাই
ওখানে কোন ফেরেস্তা নিয়োগ
দেয়া নেই।
গল্পটা একেবারে প্রাসঙ্গিক
না হলেও বলছি-
সেদিন একটি টিউন দিলাম
ফ্রি ডোমেইন
এবং হোস্টিং নিয়ে। আমার
উদ্দেশ্য শুধুমাত্র রেফারেল
পাওয়ার জন্য নয়।
বরং যারা জানে না কিভাবে ফ্রি ডোমেইন
এবং হোস্টিং নিয়ে একটি ওয়েবসাইট
তৈরি করতঃ তাতে অনুশীলন
করা যায়।
হ্যা আমি একটি রেফারেল
লিংক ব্যবহার করি।
এখন
আসি কিকি সুবিধা পাওয়া যাবে রেফারেল
থেকে
১। ৩ জনকে রেফার করলে-
প্রিমিয়াম
হোস্টিং (উল্লেখ্য যে, আমার
নিজের প্রিমিয়াম রিসেলার
হোস্টিং আছে)
২। ১৫ জনকে রেফার করলে- ৩(!)
পাউন্ড দেবে
৩। ১০০ জন কে রেফার করলে- ৬৫
পাউন্ড অথবা গিফট
দেবে (এটা না হয় মেনে নিলাম)
কিন্তু এই
সুবিধা পেতে হলে রেফারকে একমাস
একটিভ থাকতে হবে।
একটি ওয়েবসাইট বানাতে হবে।
সেই ওয়েবসাইটে একটি টিউন
থাকতে হবে।
এবার আসি আসল কথায়- এই টিউন
দেখে এক ভাই বললেন- আরে এত
রেফার করতেছে!
সে মডারেটরকে টিউনটি ডিলিট
করার জন্য বলল।
তার মানে আমি খুব একটি বড়
অন্যায় করে ফেলেছি।
তাতে দেশ ও জাতি খুব বড়
ক্ষতির সম্মখিন হবে। আমার ঐ
রেফারেল লিংক কোন
পিটিসি সাইট, কোন এমএলএম সাইট
বা কোন এডফ্লাই এর ছিল না।
কোন খারাপ রেফারেল লিংক
থাকলে টেকটিউন
স্বয়ংক্রিয়ভাবে ধরে ফেলে।
কিন্তু আমার লিংকটি ধরেনি।
আমি কোন লিংক
মাস্কিং বা শর্ট করিনি। আসল
লিংকটিই দিয়েছিলাম।
সুতরাং আমার লিংকটি কোন
খারাপ লিংক ছিল না।
বরং টিউনটি অনেকটি শিক্ষনীয়
ছিল।
টিউনটি পড়ে কারো মনে হবে না আমি কোন
এড দিয়েছি।
ধরুন আমি টাকা কামানোর জন্যই
লিংক শেয়ার করেছি। এতে এমন
কি ক্ষতি হতে পারে যদি কেউ ঐ
লিংকে সাইনআপ করে?
বরং আমি লাভবান হব। তারাও
তো লাভবান হতে পারে।
এতে তার পকেট থেকে কোন
টাকা পয়সা যাবে না। প্রকৃত
কথা হচ্ছে আমরা বাঙালী,
আমাদের মন মানসিকতার
অবস্থা খুবই নাজুক। জাস্ট শেইম,
নাথিং এলস।
কষ্ট করে টিউনটি পড়ার জন্য
সবাইকে ধন্যবাদ।
ভাই ২ মিনিটে ছোট্ট একখান মজার কষ্টের গল্প শুনে যান