আজকের গরম খবর , আজকের
গরম খবর । বিশ্বকাপ
ফাইনালে ম্যাচ
ফিক্সিং! সবাই পড়ুন
এবং সত্য জানুন ।
আবার ফুটবল ঘিরে ম্যাচ
ফিক্সিংয়ের কালো ছায়া।
তাও আবার খোদ বিশ্বকাপ
ফাইনাল ম্যাচে!
কিন্তু ফিফার নাকের
ডগা থেকে এমন সাহসও
দেখাতে পারে কেউ?
নির্ভরযোগ্য তেমন কোনো
সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত
হয়নি।
তথ্যটি এসেছে একটি টুইটার
অ্যাকাউন্টের মাধ্যমে।জানি
অনেকেই বলবেন ভুয়া , তাই
টুইটার আইদি এর লিংক দিলাম ।
নিজেই দেখে আসতে
পারেন ।
ফিফার দুর্নীতি
(ফিফা করাপশন) নামে ওই টুইটার
অ্যাকাউন্ট থেকে
দাবি করা হয়, ফিফা নিজেই
ফাইনাল ফিক্সিংয়ের
সাথে প্রত্যক্ষভাবে জড়িত।
টুইটার
অ্যাকাউন্টটির নামও
তারা এজন্য বেশ সতর্কতার
সাথেই রেখেছে।
ঘটনাক্রম শুরু হয় ফাইনাল
খেলা শুরুর ১২ ঘণ্টা আগেই।
ফিফা
করাপশন অ্যাকাউন্ট
থেকে ফাইনাল নিয়ে নানা রকম
ভবিষ্যদ্বাণী করা শুরু হয়। কখনও
বলা
হয়,
আর্জেন্টিনা পেনাল্টিতে ম্যাচ
জিতবে, কখনও বলা হয় পালাসিও
এবং আগুয়েরো গোল
করবে। গোল করার তালিকায়
জার্মানির ক্রুস-এর নামও ছিল।
স্কোরলাইন নিয়েও
ভবিষ্যদ্বাণী করা হয় যে, তা ০-০
গোলে
অমীমাংসিত থাকবে।
পরে পেনাল্টি শ্যুট
আউটে জিতবে মেসির দল। তার পর
হঠাতই সেই সব
টুইট মুছে ফেলে একে একে অবাক
করা টুইট লেখা হয়।
যা পরে অক্ষরে অক্ষরে ফলে।
১২ জুলাই, বাংলাদেশ সময় রাত
১০টা ১৮ মিনিটে
ফিফা করাপশন একাউন্ট
থেকে টুইট করা হয়,
‘ফিফা দুর্নীতিগ্রস্ত, প্রমাণ
দেয়া হচ্ছে।’
এরপর রাত ১০টা ১৯ মিনিটে টুইট
করা হয়, ‘আগামিকাল
জার্মানি ১-০ গোলে জয়লাভ
করবে।’
রাত ১০টা ২৪
মিনিটে জানানো হয়,
'জার্মানি অতিরিক্ত
সময়ে জয়লাভ করবে'। এরপর ১০টা
২৫ মিনিটেই টুইট করা হয় যে,
'জার্মানির
পক্ষে গোতজে গোল করবে'। রাত
১০টা ২৮ মিনিটে
ওই একাউন্ট থেকে শেষ টুইট
করা হয়। সেটাতে বলা হয়, ‘খেলার
অতিরিক্ত সময়ের
দ্বিতীয়ভাগে জয়সূচক
গোলটি করা হবে।’
তার পরই ফিফার
প্রতি বিষোদ্গার,
ফিফা দুর্নীতিগ্রস্ত। ২৪
ঘণ্টা
কাটতেই এই টুইট নিয়ে বিশ্ব
জুড়ে আলোড়ন শুরু হয়েছে।
এমন অক্ষরে অক্ষরে কী করে
মেলে টুইট!
খেলা শেষ হওয়ার সময়ও টুইটার
অ্যাউন্টটির ফলোয়ারের
সংখ্যা ছিল
মাত্র ১ হাজার। এখন ৪৬ হাজার
ছাড়িয়েছে। এর আগেও
ফিফা স্বীকৃত বিভিন্ন দেশের
ফুটবল লিগে বহুবার ম্যাচ
ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।
কিছু ক্ষেত্রে তা প্রমাণিতও
হয়েছে।
এই বিষয়ে ভবিষ্যতে আরো খবর
পেলে জানাব আমি ফারহান
সাজিদ ।
এই টিউন সম্পর্কে আসা করি সবাই
মতামত দিবেন ।
চাইলে নির্বাচিত
করতে পারেন ।
আরো কিছু জানান্র
থাকলে অথাবা এই খবর আপডেট
সাথে সাথে পেতে
চাইলে আমাকে ফেসবুক
ফলো করে রাখতে পারেন ।