বন্ধুরা আপনারা সবাই কেমন
আছেন? আশাকরি সবাই ভাল আছেন
আমিও ভাল।
আবারো আপনাদের একটু বিরক্ত
করতে আমি হাজির হলাম।
উপরের হেড লাইন দেখে অবস্যই
বুঝতে পারতেছেন
আমি কি বলতে চাইতেছি। যা হোক
এবার কজের কথায় আসি । আপনার
যা যা লাগবে এবং যা যা করবেনঃ
১। bluetooth java support
নকেয়া মোবাইল।
২। একটি সফটয়ার। নিচের লিংক
থেকে MagicBluHack
ডাউনলোড
করে ইনষ্টল করুন।
৩।আপনার মোবাইলের ব্লটুথ on
করুন।
এবং অপনার বন্দুর মোবাইলের
ব্লটুথ on করুন।
এবং এপ্লিকেশনটি ওপেন করুন।
দেখেন (no
data)
দেখাইতেছে।এখন options এ যান
connect সিলেক্ট করুন।
searching Device আপনার বন্দুর
ব্লটুথ পাইছে সিলেক্ট করুন।
এবং অথাৎ ২টা মোবাইল ব্লটুথ
কানেক্ট করুন।
এখন আপনি কল অথবা মেসেজ
পাঠতে পারেন যে কোন নাম্বারে।
২টা box
আসবে উপরে কল,নিচে এস.এম.এস।
আপনি যাকে কল
দিবেন তার
নাম্বার উপরের box এ লিখুন।তার
পর yes বাটুম চপুন দেখেন
আপনি কল দিচ্ছেন কিন্তু কল
যাচ্ছে তার মোবাইল থেকে।
এত কষ্ট করি আপনাদের
জন্যই,একটা কি থ্যাংকস
পেতে পারিনা ?