Home About-us Privacy Policy Contact-us Services

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়া যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন।

ad+1

আজ আমরা শিখবো ইন্টারনেট
ডাউনলোড
ম্যানেজার দিয়েই কিভাবে কোন
টরেন্ট ফাইল
ডাউনলোড করা যায়, তাও কোন
টরেন্ট ক্লায়েন্ট
এর হেল্প ছারাই। শুরু করা যাক।
১।প্রথমে .torrent ফরমেটের
ফাইল
টা সরাসরি ডাউনলোড করে নেন ।
সরাসরি বললাম, কেননা কোন রকম
টরেন্ট
ক্লায়েন্ট ব্যাবহার করার দরকার
নাই। কইরেন
ও না।
২। ফাইল টা কই ডাউনলোড
হইলো খেয়াল
আছে তো ?
৩। এবার http://zbigz.com
সাইটে ঢুকেন
1.bp.blogspot.com/-
UFd37NKhZ0c/Uv1zjN3g0nI/
AAAAAAAABVw/EoATHF07lgk/
s1600/zbigz.png
৪।আগে থেকে ডাউনলোড
করে রাখা ফাইল
টা সিলেক্ট করে আপলোড এ ক্লিক
করেন।
৫। এবার এরা আপনাকে জিগেস
করবে আপনি প্রিমিয়াম
না ফ্রি সার্ভিস
ব্যাবহার করবেন।
ফ্রি তা তো জানা কথা।
ক্লিকান।
৬। একটু অপেক্ষা করেন, ফাইল
টা ক্যাচে করতে সময় নিবে অল্প
একটু।
1.bp.blogspot.com/-7VLo6UsXun0/
Uv1zrsYhVFI/AAAAAAAABV4/
Hjxetixn-hc/s1600/Caching-in-
zbigz.png
এবার ডাউনলোড লিঙ্ক
পেয়ে যাবেন। ডাউনলোড
করে ফেলেন কি দরকার।
৭। আপনার পিসিতে ডাউনলোড
ম্যানেজার
ইনস্টল না করা থাকলেও
সমস্যা নাই, সাধারন
ভাবেই ডাউনলোড হবে। ইনজয়।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates