Home About-us Privacy Policy Contact-us Services

Windows calculator এর অভিযোগ Age calculator এর বিরুদ্ধে

ad+1


Age calculator নিয়ে সবার টানাটানি দেখে রাগ করে Windows calculator অভিযোগ করেছে আমার কাছে। আমি সাধারন যোগবিয়োগ ছাড়া কি আর কিছুই পারিনা ? দয়া করে আমার ব্যাপারে কিছু করেন। বাধ্য হয়ে তার কথা মত টিউন করতে হচ্ছে।যারা জানেন না তাদের জন্য এই টিউন। এবার অন্য কোন calculator ছাড়াই সরাসরি Windows calculator দিয়ে বয়স হিসাব করুন। তার জন্য প্রথমে start menu থেকে windows calculator open করুন। তারপর ctrl+E চাপুন। Date calculation এর নতুন option পাবেন। এখানে From এর ঘরে আপনার জন্ম সাল/তারিখ/মাস বসান আর To এর ঘরে বর্তমান টা বসানোই থাকবে যদি আপনার পিসির ডেট ঠিক থাকে। না হলে বসিয়ে নিবেন। এরপর calculte button এ ক্লিক করলেই আপনার বয়স বের হয়ে যাবে। Calculator কে Basic mode এ ফিরিয়ে আনতে ctrl+F4 চাপুন।
আগে কেউ এই টিউন করেছে কিনা জানিনা।
ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা রইল।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates