Home About-us Privacy Policy Contact-us Services

Windows 10 এক্টিভ করুন খবুই সহজ উপায়ে ও কম সময়ে!!!!

ad+1

নিমিষেই এক্টিভ করুন Windows 10 !! আর নয় চিন্তা

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আমরা জানি যে প্রযুক্তিগত দিক দিয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর সংস্করণ এনেছে!
যদিও আমরা অধিকাংশ ই এর Technical Preview ভার্সন টি ব্যবহার করছি।
তাও সেটা ট্রায়াল ব্যবহার করছি।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ ১০ এক্টিভ করতে হয়।
আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-
prev1
প্রথম নিচের লিংক হতে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন -
সাইজ মাত্র ৩৬ এমবি।
prev1
এবার ডাউনলোড করা ফাইলটি
extract করে Run as Administrator মোডে চালু করুন।
নিচের ছবির মত


এবার নিচের ছবির মত উইন্ডোজ লগো তে ক্লিক করুন
prev৩
এবার ট্যাব হতে Product Key তে যান।
ড্রপ ডাউন মেনু হতে Windows 8.1
সিলেক্ট করে দিন।
তারপর Professional বা Enterprise সিলেক্ট করুন।
মনে রাখবেনঃ Professional বা Enterprise সিলেক্ট করতে হবে আপনার অপারেটিং সিস্টেম এর উপড় নির্ভর করে।
অর্থাৎ অপনার অপারেটিং সিস্টেম ভার্সন Professional হলে Professional সিলেক্ট করতে হবে আর Enterprise হলে তা সিলেক্ট করতে হবে

আর আপনার ভার্সন Professional না Enterprise তা জানতে
একই ট্যাবের Check System এ ক্লিক করুন।
সব ঠিক হলে install বাটনেচল ক্লিক করুন।
নিচের ছবির মত-
prev৪
ইনস্টাল হবার পর নিচের ছবির মত মেসেজ দেখতে পাবেন-
prev৫
এবার Activation ট্যাবে গিয়ে Activate বাটনে ক্লিক করুন নিচের ছবির মত-
prev৬
ব্যাস। এবার ইউজ করতে থাকুন উইন্ডোজ ১০ এর এক্টিভেট ভার্সন!
ওহ! আরেকটা কথাঃ যারা Technical Preview ভার্সন ইউজ করেন,,
তাদের উইন্ডোজ ও একই পদ্ধতি তে এক্টিভ হবে তবে Watermark টা থেকে যাবে।
তাই আগামী পর্বে দেখাব কি ভাবে ওয়াটারমার্ক এডিট ও রিমুভ করা যায়।
আজ এ পর্যন্তই।
সামনে আমার আলিম পরীক্ষা। তাই সকলে আমার জন্য দোয়া করবেন।
আর সকলের মঙ্গল কামনা করে আমি আমার টিউনের ইতি টানলাম।
সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates