Home About-us Privacy Policy Contact-us Services

আপনার ফেসবুক স্ট্যাটাস কাঙ্ক্ষিত নির্দিষ্ট ফ্রেন্ডদের কাছে থেকে লুকায় রাখতে চান?

ad+1


আমার কাছে আজকের পোস্ট খুবই স্পেশাল। কেন শুনবেন? দেড় বছরের মতো সময় যাবত অনেক অনেক টিউটোরিয়াল লিখেছি আপনাদের জন্য। কিন্তু অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ভিডিও টিউটোরিয়াল আকারে শেয়ার করতে পারিনি। জানিনা কেন! অথচ ফোনে, স্কাইপে কতো জনকে শিখিয়েছি বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল। কিন্তু সব ভয়, লজ্জা কাটিয়ে আজ বানিয়েই ফেলেছি একটি ছোট ভিডিও টিউটোরিয়াল। ইউটিউবে ইতিমধ্যে আপলোড করেও ফেলেছি। ফেসবুকে শেয়ার করতেই বেশ কিছু দর্শকও পেয়ে গেলাম। অবশেষে মনে হয় ভয়টি কাটলো। এখন থেকে নিয়মিত আমার পোস্টগুলোর সাথে আপনাদের সহজে শেখানোর জন্য ভিডিও টিউটোরিয়ালও শেয়ার করব।
আজ ভিডিও টিউটোরিয়াল শুরুর আগে ভাবছিলাম কি নিয়ে লিখব এবং বানাবো? ফেসবুকের প্রতি বরাবরই সবার আগ্রহ। তাই ফেসবুকের স্ট্যাটাসে কাস্টম প্রাইভেসি অপশনটাকে নিয়েই টিউটোরিয়ালটা বানিয়ে ফেললাম। অতঃপর আপলোড শেষে পোস্ট আকারে এখন এটি লিখছি।

ফেসবুক স্ট্যাটাস পোস্টের সময় কতজন Custom Privacy অপশনটা ইউজ করেন জানিনা। তবে যদি কেউ এই Custom Privacy অপশন সম্পর্কে এর আগে না জেনে থাকেন। তবে তাদের জন্যই শুধুমাত্র আজকের টিউটোরিয়াল। আমরা দিনে কতবার যে কতরকম স্ট্যাটাস পোস্ট করি তার ঠিক নেই। আবার একটি বিষয় লক্ষনীয় যে, মাঝে মাঝে এমন কিছু পোস্ট দেই যা কোন নির্দিষ্ট ফ্রেন্ড থেকে হাইড করে রাখার প্রয়োজন অনুভব করি। আর এই প্রয়োজন মেটানোর জন্যই Custom Privacy অপশন। কিন্তু আপনি হয়ত Custom Privacy অপশন এর আগে ইউজ করেন নি। তাই হয়ত সেটা ব্যবহার করেও দেখেন নি। আজ দেখাবো সেই Custom Privacy অপশনেরই কাজ এবং সেটিংস। এই অপশনে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে, কে কে আপনার দেয়া স্ট্যাটাস দেখতে পাবে আর কে পাবেনা। [অবশ্যই এটা পিসি ইউজারদের টিউটোরিয়াল]
  • প্রথমে আপনার স্ট্যাটাস লিখুন। পোস্ট করবেন না আগেই।
  • Post বাটনের বাম পাশে Privacy অপশন ক্লিক করুন।
  • এবার Custom ক্লিক করুন।
  • Don't Share This Wish ঘরে আপনি যার যার কাছে থেকে আপনার স্ট্যাটাস হাইড করে রাখতে চান তাদের নাম টাইপ করুন এবং সিলেক্ট করুন।
  • এখন Save বাটন ক্লিক করুন এবং স্ট্যাটাস Post করুন।

Video Tutorial YouTube Link

ব্যাস, আপনার এইমাত্র পোস্ট করা স্ট্যাটাসটি আপনার কাঙ্ক্ষিত নির্দিষ্ট ফ্রেন্ডদের ফেসবুক ওয়ালে উক্ত স্ট্যাটাসটি যাবেনা। ভিডিও টিউটরিয়ালেই যেহেতু বিস্তারিত আলোচনা করেছি তাই পোস্টে বিস্তারিত লেখার ইচ্ছেই করছেনা। আমার নিয়মিত পাঠকদের নিকট বিশেষ অনুরোধ, অন্তত আপনারা আমার প্রথম ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন এবং গঠনমূলক পরামর্শ / মন্তব্য দিবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates