Home About-us Privacy Policy Contact-us Services

কম্পিউটার/ ল্যাপটপ ব্যবহারকারীদের স্বাস্থ্য-সুরক্ষায় এন্ড্রয়েড এপস

ad+1




NR Soft BD নিয়ে আসলো সকল কম্পিউটার/ল্যাপটপ ইউজারদের.... ব্যবহার করার জন্য দারুন একটা এন্ড্রয়েড এপ।
এপটির নাম “Health Safety” । আমরা যারা কম্পিউটার/ল্যাপটপ ব্যাবহার করি, তারা একটানা ৩-৪ ঘন্টা কাজ করি.. এর ফলে শরীরের এবং মনের দুই টার ই অনেক ক্ষতি হয়, বিশেষ করে মেরুদন্ডতে। আমাদের উচিৎ মিনিমাম ২০ মিনিট পর পর ২ মিনিট এর জন্য হলেও একটু রেস্ট নেওয়া।
এই এপটি আপনার এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল করার পর স্টার্ট বাটনে ক্লিক করে বের হয়ে আসুন। (আপনি যখন কম্পিউটারে কাজ করা শুরু করবেন) আপনাকে ঠিক ২০ মিনিট পর একটা নোটিফিকেশনে এবং এলার্ম এর মাধ্যমে জানিয়ে দিবে যে এখন আপনার একটু রেস্ট নেওয়া দরকার। আপনি যদি চান আরো ২০ মিনিট পর আপনি রেস্ট নিবেন, তাহলে নতুন ভাবে আবার এলর্ম দিলেই হবে। আবার ২-৫ মিনিট রেস্ট নেওয়ার পর আবার আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে আবার ২০ মিনিট পর নোটিফিকেশনে এবং এলার্ম দিবে। এখানে একটি রিসেট বাটনে দেওয়া আছে, যতক্ষন না পর্যন্ত আপনি স্টার্ট বাটন প্রেস না করবেন ততক্ষন না পর্যন্ত আপনি রিসেট বাটন টা দেখতে পারবেন না। আপনি ওই ২০ মিনিট এর মধ্যে যদি আপনি রিসেট বাটন প্রেস করেন তহলে আবার ২০ মিনিট পর এলার্ম দিবে। আশা করি সকল কম্পিউটার ইউজারদের জন্য এই এপটি অনেক হেল্প করবে।
এপসটি ডাউনলোড করুন এখান থেকে
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates