Home About-us Privacy Policy Contact-us Services

হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে থাকছে ভয়েস কল করার সুবিধা!

ad+1


ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চ্যাট করার বিষয়টি এখন দারূন জনপ্রিয়। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভয়েস কল করার অপশন পেতেও ব্যবহারকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে। সম্প্রতি রেডিট-এ প্রকাশিত একটি স্ক্রিনশট তাদের সেই দীর্ঘদিনের প্রত্যাশাকে পূরণের ইঙ্গিত দিয়েছে। প্রদর্শিত ছবিতে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করার সুবিধা যোগ করার প্রমাণ আছে, তেমনি আছে এর সার্বিক ডিজাইনে উন্নততর পরিবর্তন আনার প্রমাণ।
আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই অ্যান্ড্রয়েড অ্যাপে সহজতর কলিং ফিচার ব্যবহার করা যাবে। তবে এর জন্য কিছু দিন অপেক্ষা করতেই হচ্ছে কারণ হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি এখনো গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। এর জন্যে আগ্রহীদেরকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটথেকে এপিকে ডাউনলোড করতে হবে। ১৮.৫২ মেগাবাইট আকারের ফাইলটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ২.১ বা তার পরবর্তী সংস্করণ প্রয়োজন হবে। অবশ্য ভয়েস কল করতে চাইলে প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ৪.৪ অথবা অ্যান্ড্রয়েড ৫।
বর্তমানে হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪৫০ মিলিয়নের বেশি। অথচ মাত্র ৯ মাস আগেও এ সংখ্যা ছিল মাত্র ২০০ মিলিয়ন। অল্পদিনের মধ্যেই এই নতুন ভার্সনটি গুগল প্লে স্টোরে পাওয়া গেলে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা আরো দ্রুত গতিতে বেড়ে যাবে এমনটি প্রত্যাশা করা নিশ্চয়ই অমূলক নয়।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates