Home About-us Privacy Policy Contact-us Services

পিসিতে জায়গা কম কিন্তু মুভির সাইজ অনেক বেশি? তাহলে কোয়ালিটি ঠিক রেখে কমিয়ে ফেলুন মুভির সাইজ!

ad+1

কম্পিউটারে মুভি বা ভিডিও দেখেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সবার মাঝে একই রকম বাতিক থাকে সেটা হলো এইচডি মুভি দেখতে হবে। প্রিন্ট ভালো না থাকলে সেই মুভি দেখে আমিও যেমন মজা পাইনা, মনে হয় আপনারাও মজা পান না। কিন্তু ঘটনা হলো, আমার পিসিতে যে পরিমান হার্ডডিস্ক আছে তা দিয়ে আমার প্রয়োজন মতো এইচডি মুভি রাখার উপায় নেই। ভাবছিলাম কীভাবে মুভির কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে ফেলা যায়। আমার ভাবনাকে উষকে দিলো এক ভাই, তিনি প্রশ্ন করলেন দরিদ্র.কম কিভাবে মুভির কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে আনে? গুগল মামাকে তারপর জ্বালাতে শুরু করলাম সমস্যা সমাধানের জন্য। গুগল মামা বের করে দিলেন অসাধারন এক সফটওয়্যার! ওপেন সোর্সকে আজকাল বেশি প্রাধান্য দেই বলে ওপেন সোর্স সফটওয়্যারটিই পেয়ে গেলাম। মেডিসিন আর সিরিয়াল-কী নিয়ে সত্যিই বিরক্ত হয়ে ‍যাচ্ছি দিনের পর দিন।

HandBrake | Price Free

সফটওয়্যারের নামটা জটিল না? সফটওয়্যারটি নিয়ে টিউন করতে গিয়ে মজার কিছু অভিজ্ঞতা হলো। ইমেজ সার্চ করতে গিয়ে দেখি শুধু গাড়ির হ্যান্ডব্রেক এর ছবি আসে। পরে অগত্যা নিজেকেই ঝটপট ডাউনলোড ইমেজটা ফটোশপে তৈরী করতে হলো। যাহোক নামে কিবা আসে যায়, কাজে তার পরিচয়। চলুন ডাউনলোড শুরু করার পূর্বে এক নজরে কিছু ফিচার দেখে নিই। প্রথমেই থাকছে সফটওয়্যারের হোম স্ক্রিন, যেখানেই পাবেন সব কিছু। ব্যবহার এতোটাই সহজ যে একটা বাচ্চা ছেলের মা ও অনায়াসেই কাজ করতে পারবে, সেখানে অাপনারা তো অনেক অভিজ্ঞ।
প্রথম দর্শন | দেখতে সাদাসিদা হলেও কাজে কিন্তু ভয়ঙ্কর | সুতরাং সাবধান
  • সফটওয়্যারটিতে বিল্ট-ইন ভাবে রয়েছে বিভিন্ন ডিভাইস প্রিসেট। যা আপনাকে কোন প্রকার সেটিং ছাড়ায় শুধু সিলেকশনের মাধ্যমে আপনার ডিভাইসের জন্য সেরা ভিডিও উপহার দিতে পারবে।
  • আমাদের পরিচিত এবং জনপ্রিয় মিডিয়া ফাইল ফরমেটগুলো সাপোর্ট করবে। মিডিয়া ফাইল ফরমেট সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই টিউনটি দেখুন। তবুও কিছু সাপোর্টেড ফরমেট আমি উল্লেখ করছি।
    • File Containers: .MP4(.M4V) and .MKV
    • Video Encoders: H.264(x264), H.265(x265) MPEG-4 and MPEG-2 (libav), VP8 (libvpx) and Theora(libtheora)
    • Audio Encoders: AAC, CoreAudio AAC/HE-AAC (OS X Only), MP3, Flac, AC3, or Vorbis
    • Audio Pass-thru: AC-3, DTS, DTS-HD, AAC and MP3 tracks
  • এছাড়াও লাইভ ভিডিও প্রিভিউ, ভিডিও ফিল্টারিং, টাইটেল/ চ্যাপ্টার সিলেকশন, চ্যাপ্টার মার্কিং সহ পাবেন অনেক কিছু। তবে সব কিছু পেতে আপনাকে তো আগে সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে হবে, তাইনা?
  •  

ডাউনলোড

সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করলাম। আশা করি প্রয়োজনের সাথে ফিচারের সামাঞ্জস্য থাকায় সফটওয়্যারটি আপনাদের ভালো লেগেছে। তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটি ঝটপট ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি ক্রস-প্লাটফর্ম সাপোর্টেড, মানে হলো আপনি উইন্ডোজ, ম্যাক এবং লিন্যাক্স, উবুন্টুতে খুব সহজেই চালাতে পারবেন। ৩২বিট বা ৬৪বিট ভার্সনের কারনে ডাউনলোড সাইজ কমবেশি হতে পারে তবে তা ১৫ মেগাবাইটের কাছাকাছিই থাকবে।
ডাউনলোড শেষ করে থাকলে স্বাভাবিকভাবে সেটাপ দিন। ব্যবহার করতে কোন সমস্যা হবে না বিধায় এটা লিখে টিউন বড় করা আমার কাছে সময় ও শ্রমের অপচয় মনে হচ্ছে। আমরা একেবারে টিউনের শেষপ্রান্তে চলে আসছি। যদি সমস্যা হয় তাহলে জানাতে ভুলবেন না। তবে সব কিছুর আগে নিজে সমাধানের চেষ্টা করুন তারপর সাহায্য চাইবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates