Home About-us Privacy Policy Contact-us Services

এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচি জেনে নিন এখান থেকে

ad+1

হরতালে ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় ও চতুর্থ দিনের আটটি পরীক্ষাও পেছানো হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববারের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা থেকে ১২ টা এবং ১০ ফেব্রুয়ারির পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এর আগে টানা অবরোধ ও হরতালের কারণে দুই দফা পেছানোর পর গত ০৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হয় ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
 
২০১৫ সালের এস.এস.সি পরীক্ষা ২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। অবরোধের মধ্যেও পরীক্ষা শুরুর ঘোষণা ও দেওয়া হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টানা হরতালের কারণে উক্ত পরীক্ষা ২ তারিখের পরিবর্তে ৬ ফেব্রুয়ারি শুক্রবার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন শুক্রবার হওয়াতে ৬ ফেব্রুয়ারিতে পরীক্ষা এক ঘন্টা এগিয়ে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
২ তারিখের পরীক্ষা ৬ তারিখে পিছিয়ে দেওয়ার ফলে পরীক্ষা শুরু হওয়ার তারিখ গিয়ে দাঁড়ায় ৪ ফেব্রুয়ারি। কিন্তু আবারো হরতাল শুরু হওয়ার কারণে ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। উক্ত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অন্যান্য পরীক্ষার সময়সূচী এখনো পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তিত সময়সূচী নিচে দেওয়া হলোঃ

এসএসসি পরীক্ষা  ২০১৫ এর পরিবর্তিত সময়সূচিঃ

SSC-Routine-2015SSC-2015-Routine

দাখিল পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচিঃDakhil-20151

দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচিঃ

Dakhil-Vocational-2015

এসএসসি ভোকেশনাল পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচিঃssc-vocational-Routine-201511

কোন কারণে আবারো পরিবর্তন করা হলে পরিবর্তিত সময়সূচী পাবেন এখানে
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates