Home About-us Privacy Policy Contact-us Services

গুগলের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের অতীব জনপ্রিয় লোগো কে বা কারা ডিজাইন করলো, কত খরচইবা হলো? ১০টি বিখ্যাত প্রতিষ্ঠানের লোগো ডিটেলস এবং প্রাইস দেখে নিন!

ad+1

একটা প্রতিষ্ঠানের লোগো ঐ প্রতিষ্ঠানের মান এবং ব্র্যান্ড উপস্থাপন করে। বেশিরভাগ মানুষ প্রতিষ্ঠানের লোগো দিয়ে অনেক বেশি আকর্ষিত হয়। একটি লোগো পূরা প্রতিষ্ঠানের স্লোগানকে ফুটিয়ে উঠাতে পারে। সেটা সামান্য একটা শব্ধ অথবা ছোট্ট একটা চিহ্নও হতে পারে।
সেজন্য নামীদামী সকল প্রতিষ্ঠান সেভাবেই উপস্থাপন করছে তাদের প্রতিষ্ঠানের লোগো দিয়ে। আজকে আমরা জানবো বিশ্বের জনপ্রিয় সেই সব প্রতিষ্ঠানের লোগো সম্পর্কে।

সেই ১০ টি বিখ্যাত প্রতিষ্ঠানের লোগো ডিজাইনার, উদ্দেশ্য এবং মূল্যঃ

১) গুগলঃ


গুগল
লোগো মূল্যঃ $০
গুগলের মতো এই বিখ্যাত প্রতিষ্ঠানের লোগো তৈরি করেছেন সারজিও বিন। এই লোগোটি অনেকবার মডিফাই করা হয় কিন্তু মূল কনসেপ্ট ঠিক রাখা হয়।

২) নাইকঃ


নাইক
লোগো মূল্যঃ $৩৫
এই লোগো ডিজাইন করেন ১৯৭১ সালে ক্যারোলিন ডেভিডসন নামে একজন ফ্রিল্যান্সার। নাইকের এই লোগোটি অনেকবার মডিফাই করা হয় কিন্তু মূল কনসেপ্ট ঠিক রাখা হয়। নাইকের এই লোগোটি শেয়ার বাজারে উঠানো হয়, যা মূল্য এখন ৬ লক্ষ্য ডলার।

৩) পেপসিঃ


পেপসি
লোগো মূল্যঃ ১০ লাখ ডলার
পেপসির এই নতুন লোগো ডিজাইন করেন আরনেল গ্রুপ। এটা সবথেকে দামি লোগোর একটি।

৪) লন্ডন ২০১২ অলিম্পিকঃ


লন্ডন অলিম্পিক
লোগো মূল্যঃ ৬লাখ
লন্ডন ২০১২ অলিম্পিকের লোগো ডিজাইন করেন ওলফ অলিন্স ২০০৭ সালে।

৫) কোকাকোলাঃ


কোকাকোলা
লোগো প্রাইসঃ  $০
কোকাকলার এই বিখ্যাত লোগো ডিজাইন করেন ফ্রাঙ্ক রবিনসন ১৮৮৫ সালে। সবথেকে পুরাতন লোগোর মধ্যে এটি অন্যতম।

৬) টুইটারঃ


টুইটার
লোগো মূল্যঃ $১৫
টুইটারের লোগো ডিজাইন করেন সিমন অক্সলি ২০০৯ সালে। এটা বর্তমানে কিছুটা মডিফাই করা হয়েছে।

৭) বিবিসিঃ


বিবিসি
লোগো মূল্যঃ ১৮ লাখ ডলার
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন লোগো রিডিজাইন করেন ২০০৭ সালে।

৮) ব্রিটিশ পেট্রোলিয়ামঃ


ব্রিটিশ পেট্রোলিয়াম
লোগো মূল্যঃ ২১ কোটি ডলার
ব্রিটিশ পেট্রোলিয়ামের লোগো রিডিজাইন করা হয় ২০০৮ সালে এবং এটাকে ধরা হয় এযাবৎ এর সাবথেকে দামি লোগো।

৯) আঁচেনট্যুর (ACCENTURE):


ACCENTURE
লোগো মূল্যঃ ১০কোটি ডলার
আঁচেনট্যুর গ্লোবাল কন্সালটিং কোম্পানি, প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান।

১০) নেক্সটঃ


নেক্সট
লোগো মূল্যঃ ১ লাখ ডলার
The Next লোগোটি ডিজাইন করেন স্টিভ জবসের জন্য পল রন্ড ১৯৮৬ সালে।
লোগো একটি প্রতিষ্ঠান ধারক এবং বাহক। সেজন্য কেন এতো প্রশংসা নই?
তথ্যসূত্রঃ বিশ্ব ওন্ডারস লিস্ট এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 

ভালো লাগলে কমেন্ট, শেয়ার করুন।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates