Home About-us Privacy Policy Contact-us Services

জিপিতে ফ্রি এফ এন এফ করুন

ad+1

আমার
জানা মতে তিনটি পদ্ধতিতে ফ্রী জিপি এফ
এন এফ করা যায় ।

প্রথম পদ্ধতিঃ
ডায়াল করুন ১২১১৫ (ফ্রী অব কস্ট) এবার
তারা বলবে আপনার ফ্রেন্ডস &
ফেমিলি তথ্যের জন্য ২ চাপুন ।

আপনি তাদের দেওয়া তথ্যের অনুসরন
করে ফ্রী এফ এন এফ করতে পারবেন।

দ্বিতীয় পদ্ধতিঃ

এই পদ্ধতির জন্য
প্রথমে আপনাকে জিপি অ্যাপ্স (GpApp)
নামে একটি অ্যাাপ সংগ্রহ করতে হবে। এই
পদ্ধতিটি কাজ করবে অ্যান্ড্রয়েড ও
জাভা মোবাইলে।

অ্যাপটি সংগ্রহ করে ইন্সটল করুন এর পর
ডাটা কানেকশন চালু করে অ্যাপটি ওপেন
করুন তারপর Friends & Family নামে সার্ভিস
দেওয়া আছে , সেইটা অনুসরুন করে ফ্রী এফ
এন এফ করতে পারবেন।

২ নং পদ্ধতিতে আপনি ইচ্ছা করলে সুপার এফ
এন এফ করতে পারবেন, তার জন্য
আপনাকে মেসেজ অপশন অথবা অন্য যেকোন
জায়গায় টাইপ করুন SF 017xxxxxxxx এরপর
এটি কপি করে জিপি অ্যাপস এর
যেখানে Friends & Family নামে সার্ভিস
দেওয়া আছে সেখানে ADD অপশনে পেস্ট
করুন তারপর সাবমিট করুন । বাস ওকে আপনার
সুপার এফ এন এফ এক্টিভ হয়ে যাবে ।

তৃতীয় পদ্ধতিঃ

জিপি ই -কেয়ার এর
মাধ্যমে আপনি ফ্রী তে এফ এন এফ
করতে পারবেন। এর জন্য আপনাকে গ্রামিন
ফোনের ওয়েব
সাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট
খুলতে হবে । অ্যাকাউন্টে লগিন করার
পরে ম্যানেজ
সার্ভিসে গিয়ে পরবর্তী ধাপ গুলো অনুসরন
করুন। Gp link

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates