Home About-us Privacy Policy Contact-us Services

ছবি থেকে লেখা আলাদা করুন সহজেই (নতুনরা উপকৃত হবেন আশা করি)

ad+1

আমরা কাজ করার সময়
ছবি থেকে লেখা আলাদা করার প্রয়োজন
বোধ করি। অনেকে কাজটা করার জন্য
দেখে দেখে পুনরায়
লিখি অথবা কোন সফটওয়্যার বা কোন
ওয়েবসাইটের সাহায্য নেই। এটা করার জন্য
অনেক সফটওয়্যার আছে। তবে আজ আমরা একটু
সহজভাবে বিষয়টাকে দেখব। সবার কাছেই
মাইক্রোসফট অফিস সেভেন
আছে আশা করি। মুলত আমরা মাইক্রোসফট
অফিস সেভেন দিয়েই করব। চলুন শুরু
করি...............

* প্রথমে মাইক্রোসফট অফিস সেভেন ওয়ান
নোট চালু করুন

* ফাইল মেনু থেকে--নিউ--নোটবুক নিন

* নাম দিয়ে নেক্সট করুন--তার
পরে জানতে চাইবে কে এই নোটবুক ইউজ
করবে, যেহেতু আপনি ব্যবহার করবেন তাই
কোন পরিবর্তন না করে নেক্সট করুন। তারপর
ক্রিয়েট বাটনএ ক্লিক করুন।

* এবার আপনার স্ক্রিনশটটা কপি করে এ
পেস্ট করুন।

* মাইক্রোসফট অফিস সেভেন ওয়ান নোট এ
থাকা ছবিতে মাউস রেখে মাউসের ডান
বাটনে ক্লিক করে...copy text from picture
মেনুতে ক্লিক করুন।

কাজ শেষ এবার মাইক্রোসফট অফিস সেভেন
ওয়ান নোট এ অথবা মাইক্রোসফট অফিস
ওয়ার্ড এ পেস্ট করে দেখুন
( এই মাধ্যমের একটা সীমাবদ্ধতা আছে,
সেটা হল বাংলায় এই ব্যবস্থায় img to text
করা যাবে না )

ধন্যবাদ সবাইকে

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates