Home About-us Privacy Policy Contact-us Services

ওয়েবসাইট অ্যাড কী আপনার ব্রাউজার স্লো করে দীচ্ছে…আপনি কী অ্যাড এর জ্বালায় বিরক্ত? নিয়ে নিন সমাধান।

ad+1

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই। অনেক দিন পর টিউন করলাম। কাজের কথায় আসা যাক। অনলাইন এ অ্যাড শো করে ওয়েবসাইট মালিকরা আয় করেন এ জন্য অনেক অ্যাড কোম্পানির যুক্ত থাকে ওয়েবসাইটটি। কিন্তু কথা হচ্ছে অতিরিক্ত অ্যাড আপনার ব্রাউজার কে স্লো করে দিতে পারে বিশেষ করে Bidvertiser এটা যে কোন সাইট এ যুক্ত করা যায় বলে সবাই এটি ব্যবহার করে। কিন্তু এদের একটা জিনিষ ভাল লাগেনা তা হল অটোমেটিক এরা যে কোন ওয়েবসাইট এ ঢুকিয়ে দেয়। আবার উপরে,নীচে,আসে পাসে সব জায়গায় এরা অ্যাড শো করে ফলে আপনি আপনার ওয়েবপেজের যেখানেই ক্লিক করুন না কেন অটোমেটিক একটা ওয়েবসাইট এ প্রবেস করবেন। আর মাঝে মাঝে এটি আপনার ব্রাউজার স্লো এবং হাং করে দিতে পারে। আজ আপনাদের দেখাব  Bidvertiser এর অ্যাড গুলু আপনারা কিভাবে আপনার ব্রাউজার থেকে হাইড করবেন। সবগুলু হাইড হবে না শুধু যেগুলু আপনার ব্রাউজার এর উপরে ভাসমান থাকে সেগুলু হাইড হবে।
এই ছবিটা দেখুন এ রকম অ্যাড গুলু স্বাভাবিক এগুলো হাইড করা যাবে না।
আপনার  কম্পিউটার থেকে Start---Control Panel---Program and Features এ যান না বুঝলে নিচের ছবি দেখুন

নিচের এই HD.VI.4 এই এপ্লিকেশন টি আনইন্সটল করুন

ব্রাউজার থেকে ডিলিট করতে Google Chrom -----Option----More Tools----Extension থেকে সেম ফাইল ডিলিট করুন নিচের ছবির মত

Firefox------Add-Ons----Extensions----- এ  গিয়ে সেম ফাইল ডিলিট করুন
Opera------Option-------Extensions এ গিয়ে সেম ফাইল ডিলিট করুন
তারপর আপনার ব্রাউজার ক্লোজ করে আবার ওপেন করুন। একটু হলেও আপনার ফাস্ট হবে।
ভুল হলে ক্ষমা করবেন।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates