Home About-us Privacy Policy Contact-us Services

আপনার মোবাইল দিয়েই তুলেন মাইক্রস্কোপিক ছবি , পকেটেই রাখেন মাইক্রস্কোপ

ad+1

সবাইকে সালাম।আমরা মাইক্রস্কোপ দিয়ে অনেক কিছু দেখি যেটা খালি চোখে দেখা যায় না, লেখা বড় করে দেখার জন্য আতশি কাচ দিয়ে দেখি,সাধারনত ২ থেকে ৬ গুন পর্যন্ত হয়, আজকে আমি দেখাব কিভাবে আপনার মোবাইল দিয়ে ৪০ গুন পর্যন্ত দেখা যায়।
যা যা লাগবে
) ৫মেগা পিক্সেল ক্যামেরা মোবাইল  (যে কোনো মোবাইল)
) লেন্স (এটা আমি লেজার ডিভাইস থেকে খুলে নিছি, দোকানে পাওয়া যায় ৬০-১০০টাকার) লেন্স এর ছবি দেখেন, নিচের ছবিতে shift বাটনের উপর দেখা যাচ্ছে।প্রথমে ছবির মত শক্ত কাগজ নিয়ে মাঝখানে গোল ফুটা করুন।
তারপর লেন্স টিকে ওখানে বসিয়ে দিন। ছবিতে দেখেন ।
এখন ছবিতে মোবাইল এর পিছনের কভার দেখা যাচ্ছে এর ক্যামেরার জায়গায় বসান । দেখেই বুজতেছেন আমরা যে এক্সট্রা কভার লাগাই সেটা।
আমি লেন্স টাকে সরাসরি মোবাইল এর ক্যামেরার উপর আঠা দিয়ে লাগাতে পারতাম কিন্তু লেন্স তো সবসময় লাগায় রাখা যাবে না,যখন মাইক্রস্কোপিক ছবি তোলার দরকার হবে তখন উপরের ছবির মত করে লাগিয়ে দিব।
এরপর মোবাইল টাকে কভারের সাথে সেট করুন এখন খেয়াল করেন মোবাইল এর পিছনের ক্যামেরার সাথে যে লেন্স টা লেগে আছে ওটা যেন ঠিক মোবাইল ক্যামেরা লেন্স এর বরাবর থাকে মানে লেন্সের ভিতর দিয়ে তাকালে আপনার মোবাইল এর ক্যামেরা লেন্স দেখা যাবে। এখন আপনার কাজ শেশ।
এখন মোবাইল এর ক্যামেরা চালু করেন ছবি তোলার জন্য, কিছু কি দেখা যাচ্ছে? সব ঘোলা দেখা যাবে কারন এটা এখন নরমাল মোবাইল ক্যামেরা নয়, এটা এখন মাইক্রস্কোপ।
তাই পরিস্কার ছবি দেখতে চাইলে যে জিনিস টা বড় করে দেখতে চান তার কাছে নিয়ে যেতে থাকুন, এক সময় ডিসপ্লে তে ক্লিয়ার দেখতে পাবেন, ছবি তুলে ফেলেন এমনকি ভিডিও ওপেন করে এর ভিডিও রেকর্ড করতে পারবেন।
এখন অনেক ছোট সাইজের ছবি ৪০ গুন বড় করে দেখেন আমার তোলা কিছু ছবি আপনাদের কাছে শেয়ার করলাম
) বল পেন এর নিব       ২)কাপরের ছবি      ৩) মশারির জাল      ৪) ঘুন পোকা কাঠ কাটলে কাঠের গুরার ছবি


আপনি এরকম অনেক কিছুর ছবি দেখতে পারবেন যেগুলি আগে কখনও দেখেন নাই, আমি মোবাইল ৫মেগা পিক্সেল ক্যামেরা ব্যবহার করছি, এর চেয়ে বেশি রেজুলেসন এর ক্যামেরা হলে এবং যে লেন্স টা লাগিয়েছি এটা আরও বড় হলে ছবিও আরো অনেক গুন বড় হতেও পারে, আপনারা চেস্টা করে দেখেতে পারেন টিউন টা কেমন হল জানাবেন,
সবাইকে ধন্যবাদ।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates