Home About-us Privacy Policy Contact-us Services

বাংলালিংকে ৬ জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৭৫০টাকা! (৩০ দিন)

ad+1

সিম বোনাসের পক্ষ
থেকে সবাইকে শুভেচ্ছা।

আশা করি সকল মোবাইল
অপারেটরের ঈদ
ধামাকা অফারে সবার ঈদ ভালোই
কেটেছে। আর সবাইকে নতুন
করে বলতে হবে না যে ঈদ
পরবর্তী সময়ে অফারের খরা যায়।

মানে ঈদের পর আর নতুন কোন অফার
সাধারণত দেয় না।

আজকে অনেক খুঁজে একটি অফার
নিয়ে এলাম। আপনারা জানেন গত
১-১০ সেপ্টেম্বর বাংলালিংক
১০০% ইন্টারনেট অফার দিয়েছিল।

ওই ১০ দিনের পর ডাবল ইন্টারনেট
অফার বন্ধ হয়ে যায়। কিন্তু
তারা একটি ডাবল ইন্টারনেট অফার
এখনো চালু রেখেছে।

সেটা নিয়ে আজকে পোস্ট করছি।

চলুন বিস্তারিত জেনে নেই।

অফারটির বিস্তারিতঃ

৬ জিবি ৩জি ইন্টারনেট
অ্যাক্টিভ করতে, ডায়াল
করুন *5000*508#
অ্যাক্টিভ
করলে আপনি পাবেন
৩জিবি +
৩জিবি বোনাস =
টোটাল ৬ জিবি
৩জি প্যাকেজ মূল্য ৭৫০
টাকা মাত্র + ভ্যাট
প্রযোজ্য হবে।

বাংলালিংকের সকল
প্রিপেইড কাস্টমার
নিতে পারবেন।

৬ জিবি ৩জি ইন্টারনেট
প্যাকেজটির মেয়াদ
মোট ৩০ দিন।

৩জি ইন্টারনেট স্পীড
আপটু ২ এমবিপিএস।

প্যাকেজ ডিঅ্যাক্টিভ
করতে ডায়াল করুন
5000*3*3*3*2#
১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates