Home About-us Privacy Policy Contact-us Services

রবি দিচ্ছে ১০০ টাকার ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স! অবিশ্বাস্য হলেও সত্যি!

ad+1

আসন্ন ঈদকে কেন্দ্র করে সকল
মোবাইল অপারেটর কিছু না কিছু
করছেই! তবে এবার রবি কেমন
জানি আকাশ-পাতাল
চিন্তা করে। তেমনটিও হচ্ছে! এবার
রবি আরও আজব দৃষ্টান্ত প্রকাশ
করলো তাদের নতুন  ঝটপট
ইমারজেন্সি ব্যালেন্সকে কেন্দ্র
করে!

সাধারণত মোবাইল
অপারেটররা ৫-১০ টাকার
বেশি ইমারজেন্সি ব্যালেন্স দেয়
না! কিন্তু এবার রবি আনলো বিরাট
ধামাকা! অনেকে এই ঝটপট অফার
টাকার পরিমাণ শুনলে ঝটপট করলেও
অবাক হওয়ার কিছু নাই! রবি এবার
১০০ টাকা পর্যন্ত ঝটপট
ইমারজেন্সি ব্যালেন্স দিচ্ছে!
তাহলে দেরি কেন! আসুন ঝটপট
বিস্তারিত জেনে নেই!

ঝটপট ইমারজেন্সি ব্যালেন্সের
বিস্তারিতঃ
রবির সকল প্রিপেড
গ্রাহকরা ঝটপট
ইমারজেন্সি ব্যালেন্স
নিতে পারবেন।

Uddokta, Easy load , corporate &
SME গ্রাহকদের জন্য
প্রযোজ্য নহে।

ঝটপট
ইমারজেন্সি ব্যালেন্স
নিতে ডায়াল করুন,
*8811*1#
অথবা START লিখে 8811 এ
সেন্ড করে অ্যাক্টিভ
করুন।

অ্যাক্টিভ করার পর গ্রাহক
৫টাকা - ১০০টাকা ঝটপট
ইমারজেন্সি ব্যালেন্স
নিতে পারবেন।

গ্রাহক কত টাকা ঝটপট
ইমারজেন্সি ব্যালেন্স
পাবেন, তা নির্ভর
করে তার মাসিক ব্যবহার
ও রিচার্জের উপর।

সহজভাবে বলতে,
আপনি রবি ব্যবহারে কেমন
পয়সা খরচ করেন। (বড়লোক-
মধ্যবিত্ত-গরীব-কৃপণ)
ঝটপট
ইমারজেন্সি ব্যালেন্স
দিয়ে আপনি যেকোনো নাম্বারে কল
ও ম্যাসেজ
করতে পাবেন।

এছাড়া কল ও ম্যাসেজ
বানডেল ক্রয়
করতে পারবেন।

ঝটপট
ইমারজেন্সি ব্যালেন্সের
ইউজেজ জানতে ডায়াল
করুন, *222*16#
ঝটপট
ইমারজেন্সি ব্যালেন্স
ডিঅ্যাক্টিভ করুন,
*8811*2# অথবা, STOP
লিখে 8811 তে সেন্ড
করুন।

পরবর্তী রিচার্জে সমপরিমাণ
টাকা কেটে নেওয়া হবে।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates