আজ আমি আপনাদের সাথে শেয়ার
করব টেলিটক্ এর নতুন ইন্টারনেট
প্যাকেজ সম্পর্কে। টেলি টক্
তাদের ইউসার দের কে দিবে ৯৯
টাকায় ১ মাসের জন্য ১ জি.বি.
ইন্টারনেট। আমাদের
চাওয়া অবশেষ এ টেলি টক্ পূরণ
করলো। কিন্তু
একটি সমষ্সা রয়ে গেল।
তা হলো আপনি ইন্টারনেট টি শুধু
মাত্র রাত ২ টা থেকে সন্ধা ৬
টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
কিন্তু এটাই বা কম কিসে ? আমার
মত এ তো যতেষ্ট যেখানে অন্য
কোম্পানিগুলো night time বলে শুধু
রাত এ ইন্টারনেট দেয় তাও আবার
একটা লিমিট এর পর আর ব্যবহার
করা যায় না বললেই
চলে মানে ব্যবহার করা যায় কিন্তু
গতি খুবই কম থাকে। আমাদের
দেশী কোম্পানি এত
ভালো একটা সুযোগ দিল আসুন সবাই
নিজের
দেশী কোম্পানি টা ব্যবহার করি।
এখন আসল কথায় আসি।
কি ভাবে প্যাকেজ টি একটিভ
করবেন টা ভাবসেন তো ? প্যাকেজ
টি একটিভ করতে D৬০ লিখে ১১১ এ
সেন্ড করুন ব্যস একটিভ হযে যাবে।
গতি পাবেন ৫১২kbps -১ mbps । তারপর
৩০ দিন ব্যবহার করুন।
বুঝতে সমস্যা হলে দয়া করে বলবেন।