আমরা কমবেশি সবায় ফেসবুক
ব্যাবহার করি।
ফেসবুকে আমরা ছবি সহ নিজেদের
অনেক তথ্য দিয়া থাকি।
আমরা নিজেদের পছন্দ মত লাইক
শেয়ার করি। কমেন্ট করি ইচ্ছা মত।
কিন্তু এই সব করি নিজেদের
চিন্তা চেতনা এবং সভাব
থেকে প্রভাবিত হয়ে। এই
সুজগটি এখন
কাজে লাগাবে ফেসবুক।
তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য
সংগ্রহ করে। এই সকল তথ্যের উপর
ভিতি করে ভিত্তি করে তারা 'অ্যাটলাস'
নামে একটি অ্যাড প্লাটফর্ম
বানাচ্ছে। এই প্লাটফর্ম কেও
যদি ফেসবুকে লগ ইন
না করে থাকেও তাও ফেসবুক তার
তথ্য ব্যাবহার করে তার পছন্দের
সাথে মিল রেখে অ্যাড দিবে! এই
প্লাটফর্মটি গুগুলের অ্যাডসেন্স এর
প্রতিদ্বন্দ্বী হবে। হয়তো অ্যাড
পাবলিশার দের জন্য এইটি অনেক
ভালো খবর কিন্তু ফেসবুক ব্যাবহার
কারিরা না চাইলেও ফেসবুক
তাদের তথ্য নিজের লাভের জন্য
ব্যাবহার করবে!