আসসালামু আলাইকুম, কেমন আছেন
সবাই নিশ্চয় ভালো।
আজ আমি আপনাদের জন্য
নিয়ে এলাম দারুন একটা
android apps ।
apps টা আমার খুব
ভালো লাগছে তাই
আমি আপনাদের জন্য নিয়ে এলাম।
apps টার নাম হলো--”রিযিকের
আমল”---
যেসব কাজ করলে আল্লাহ
তাআলা রিজিক বৃদ্ধি করে দেন
সেরকম ১৩ টা আমল নিয়ে apps
টাতে সুন্দর
ভাবে আলোচনা করা হয়েছে।
আমরা এই রিযিকের জন্য কতো কিছুই
না করে থাকি সকাল থেকে শুরু
করে রাত পর্যন্ত কতো কিছুই
না করে থাকি।
বলুন তো রিযিকের মালিক কে?
নিশ্চয় আল্লাহ। আর আল্লাহ
তায়ালাই রিযিক বৃদ্ধির উপায়
গুলো কুরআন ও হাদিসে সুন্দর
ভাবে বর্নানা করেছেন।
আল্লাহ তায়ালা আমাদের জন্য
যে পথে রিযিকের
ব্যাবস্থা করেছেন , আমাদের
সে পথেই চেস্টা করতে হবে ।
তাহলেই সফলতা আসবে।
আমরা যদি আল্লাহর
দেখানো উপাই গুলো অনুসরন
না করে টাকার পিছে দৌড়াই
তাহলে হইতো টাকার মুখ
দেখতে পারকবো কিন্তু সেই
টাকা কখনো বরকতের মুখ দেখবেনা।
তাই আর দেরি না করে নিচের
লিম্ক থেকে apps টা download করুন।
Download Link by Rijiker amool
যাদের download
করতে সমস্যা হচ্ছে তারা নিচের
ছবিটা লক্ষ্য করুন।