আপনারদের সবার প্রিয় বাংলালিংক এবার Viber প্যাক অফার। জানা গেল, এই
ধরনের অফার বাংলাদেশে প্রথমবার এনেছে বাংলালিংক। আমরা যেমন আগে দেখেছি,
শুধু ফেসবুক বান্ডেল অফার থাকে, তেমনি এবার বাংলালিংক আমন্ত্রণ করলো ভাইভার
বান্ডেল প্যাক। এই Viber প্যাকে আপনি পাবেন মোট ৩০ এমবি মাত্র ৮ টাকায়!
আসুন দেখে নেই এই প্যাকটির আদি-অন্ত বিস্তারিত! 


অফারটির বিস্তারিতঃ
- বাংলালিংক Viber প্যাকটি অ্যাক্টিভ করতে ডায়াল করুন *222*1*34#
- প্যাকটির টোটাল ভলিউম ৩০ মেগাবাইট।
- ভাইভার প্যাকটির মূল্য ৮ টাকা মাত্র + ভ্যাট প্রযোজ্য।
- ভাইভার প্যাকটির মেয়াদ টোটাল ১ দিন।
- বাংলালিংকের যেকোনো প্রিপেইড সাবস্ক্রাইবার প্যাকটি নিতে পারবেন।
- এই প্যাকটির পাশাপাশি আপনি অন্যযেকোনো ইন্টারনেট প্যাক চালু রাখতে পারবেন।
- অতিরিক্ত ব্যবহারে 0.0115tk/10 kb হারে প্রযোজ্য হবে।
- প্যাকটির ইউজেজ জানতে ডায়াল করুন *222*3*34#
- ভাইভার প্যাকটি হতে আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুন *222*2*34#
- বিঃদ্রঃ এটি সীমিত অফার ও ভ্যাট প্রযোজ্য হবে।
- ভাইবার অফারের ট্রামস অ্যান্ড কন্ডিশন পাবেন এখানে ।