প্রয়োজনের খাতিরে তো কত কিছুই
না জানতে হয়। প্রয়োজন
ছাড়া আমাদের কাছে সব কিছুই
অপ্রয়োজনীয় লাগে। তবে যাদের
প্রয়োজন তাদের জন্যই আজকের
টুলসটি। আপনি কি জানতে চাচ্ছেন
কোন ইমেইল এড্রেসটি সঠিক অর্থাৎ
Valid? এর জন্য তো সহজ উপায়
হচ্ছে তাঁকে মেইল
পাঠালে সেটা সেন্ড হলেই
বোঝা যাবে। কিন্তু মেইল
পাঠানোর আগেই কিংবা মেইল
পাঠান ছাড়াই
যদি আপনি জানতে চান যে সেই
ইমেইল এড্রেসটি সঠিক কিনা? তার
জন্যই আজকের শেয়ার করা টুলসটি।
আপনি এই টুলসের মাধ্যমে সেই
ইমেইল এড্রেস এর সার্ভার,
আইপি ছাড়াও প্রয়োজনীয়
ইনফরমেশন গুলো জানতে পারবেন।
এবার যাদের যাদের
কাছে টুলসটি প্রয়োজনীয় মনে হল
তাঁরা চলুন আমার সাথে।
এই লিংক এ ভিজিট
করে একটু নিচের
দিকে একটা বক্স পাবেন।
সেখানে আপনি যে ইমেইল
সম্পর্কে জানতে চাচ্ছেন
সেই ইমেইল
এড্রেসটি লিখুন।
এবার Check Address ক্লিক
করুন।
পেয়ে যাবেন সেই
ইমেইলটি সঠিক
কিনা সে সম্পর্কে বিস্তারিত
তথ্য।