আশা করি সকলেই ভালো আছেন।
ফালতু পেচাল না দিয়ে কাজের
কথায় চলে যাই। আপনারা সকলেই
জানেন যে অন পেজ এসইও
তে মেটা কীওয়ার্ড যুক্ত
করা কতটা গুরুত্বপূর্ণ । কিন্তু সবচে বড়
সমস্যা হল ব্লগার এর প্রতিটি পেজ
বা পোস্ট এ কীওয়ার্ড যুক্ত করা যাই
না । এই সমস্যার সমাধান
দিতে আমার আজকের এই টিউন ।
প্রশ্ন ঃ আমি কি ব্লগার এর
প্রতিটি পেজ বা পোস্ট এ
কীওয়ার্ড যুক্ত করতে পারব?
উত্তর ঃ হাঁ । অবশ্যই পারবেন ।
নিয়মাবলী ঃ প্রথমেই
একটা কথা বলে নেয় যে, আপনার
ব্লগার এর টেম্পলেটের কোন প্রকার
পরিবর্তন করার পূর্বে ব্যাকআপ
করে নিন।
আমরা এই কাজটি করব মোট ৬
টি ধাপে ।
১ম ধাপ ঃ আপনার ব্লগার এ লগ ইন করুন
।
২য় ধাপ ঃ যে কোন একটি ব্লগ
নির্বাচন করুন ।
৩য় ধাপ ঃ চলে যান Template >> Edit
HTML । এবং CTRL+F চাপুন । তারপর এই
কোডটি খুঁজে বাহির করুন ;
<b:include data=’blog’ name=’all-head-
content’/>
৪ নং ধাপ ঃ উপরের
কোডটি খুঁজে পেলে তার ঠিক
নিচে এই কোডটি পেস্ট করুন ;
<b:if cond='data:blog.url == "PAGE-URL"'>
<meta content='PAGE-DESCRIPTION'
name='description'/>
<meta content='PAGE-KEYWORDS'
name='keywords'/>
</b:if>
৫ নং ধাপ ঃ এখন প্রত্যেকবার নতুন
পোস্ট করার পর এই কোড টি পেস্ট
করুন ।
নোট ঃ যদি আপনার ব্লগ এ ১০০
টি পোস্ট
থাকে তাহলে আপনাকে ১০০ বার
এই কোডটি পেস্ট করতে হবে ।
৬ নং ধাপ ঃ এইবার SAVE TEMPLATE এ
ক্লিক করুন । ব্যাস আপনার কাজ
হয়ে গেল ।
নোট ঃ ১. আপনার পেজ URL
টি PAGE-URL এইখানে লিখুন ।
২. আপনার পেজের
মেটা DESCRIPTION গুলো PAGE-
DESCRIPTION এই খানে লিখুন ।
৩. এইবার আপনার মেটা কীওয়ার্ড
গুলো PAGE-KEYWORDS এই খানে লিখুন
।
কিছু ভুল হলে ক্ষমা করবেন ।
আগামি টিউন এ আবার দেখা হবে ।