রবির নতুন বান্ডেল
অফারে স্যামসাংয়ের
নতুন গ্যালাক্সি আইস নেকস্ট
স্মার্টফোন মিলবে বিনামূল্যে।
বুধবার
দুপুরে রাজধানীর সিক্স সিজনস
হোটেলে এ রবি-
স্যামসাং বাল্ডেল
অফারের
ঘোষণা দেবে অপারেটরটি।
নতুন স্মার্টফোনটির মূল্য ৮ হাজার
৯০০
টাকা। রবির গ্রাহকরা বাল্ডেল
অফারে স্মার্টফোনটির দামের
সমমূল্যের টকটাইম ও ডাটা কিনবেন।
আর
তাতেই
বিনামূল্যে থাকছে গ্যালাক্সি আইস
নেক্সট।
অথবা স্মার্টফোনটি কিনলে এর
দামের সমপরিমান টকটাইম ও
ডাটা পাওয়া যাবে বিনামূল্যে।
গ্যালাক্সি আইসে রয়েছে ৪
ইঞ্চি ডিসপ্লে যা ২৩৩ পিপিআই
বিশিষ্ট। এর ইন্টারনাল মেমেরি ৪
গিগাবাইট
যা মাইক্রো এসডি কার্ডের
মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত
বৃদ্ধি করা যাবে। রয়েছে ৫১২
গিগাবাইট র্যাম ।
ছবি তোলার জন্য
সামনে রয়েছে ৩.১৫
মেগাপিক্সেল
ক্যামেরা এবং সেলফি ও
ভিডিও চ্যাটের জন্য
সামনে রয়েছে ভিজিএ
ক্যামেরা।
রয়েছে ১.২ গিগাহাটর্জ কটেক্স এ৭
প্রসেসর।
অপারেটিং সিস্টেম
হিসেবে ব্যবহার
করা হয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট।
রয়েছে ১৫০০ মিলি অ্যাম্পিয়ার
ব্যাটারি। এই স্মার্টফোনটির
সাহায্যে থ্রিজি ভিডিও
কলিং করা যাবে।