Home About-us Privacy Policy Contact-us Services

ফ্রি নেট ব্যবহারে আমাদের আসলে বাধ্য করা হচ্ছে!!

ad+1

কেমন আছেন সবাই? নিশ্চই ভালো,
কারণ বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার
নিয়ে আসছে পবিত্র ঈদ উৎসব। যাক,
আসল কথায় আসি, শিরোনাম দেখে
অনেকেই হয়তো ক্ষেপেছেন,
ভাবছেন PT-তে আবার কোন নতুন
দালালের আবির্ভাব হলো বুঝি।

মোটেই কিন্তু তা নয়, ভাই
আসলে গত ৩দিন আগে রবি Eid Delight
Pack নামে vat সহ ২৩ টাকায় ৫০০
এমবি’র একটি অফার চালু করেছিল।

সাজিদ ভাই ঐ দিন এই
বিষয়ে ১টি টিউন করেছিলেন।

তারপর ৩ ‍দিন পর্যন্ত
অফারটি চালাচ্ছিলাম, এই ৩
দিনে প্রায় ৩.৫ জিবি’র মত ইউজ
করি। আশাকরি, আমার মত এই রকম
লাখো গ্রাহকের কাছ
থেকে রবি এই রকম positive respond
পেয়েছে। কালরাতে আবার
প্যাকেজটি কিনতে গিয়ে হঠাৎ
দেখি purchase failed message
আসছে অর্থাৎ, প্যাকেজটি আর
Available নাই। ঈদ ডিলাইট প্যাক অথচ
ঈদের বাকী এখনও প্রায় দশদিন পরের
সময় না হয় বাদ ‍দিলাম। মূলত:
অফারটি ৬ই অক্টোবর পর্যন্ত চলার
কথা। প্রতারণা করে রবি তা বন্ধ
করে দেয়।

হিসেবে দেখা যায় vat সহ
২৩টাকায় ৫০০ এমবি হলে ১০০০
এমবি ৪৬টাকা অর্থাৎ প্রতি GB এর
দাম ৪৭ টাকার মত যা রেগুলার ১
জিবি রেট (৩১৭ টাকা)এর প্রায় ৬.৭
গুন কম। তাহলে ভেবে দেখুন
নিয়মিত আমরা প্রায় ২৭০
টাকা বেশী দিয়ে ডাটা কিনতেছি!!

দূ:খের বিষয় হলো শুধু রবি নয়
হিসাবটা GP,AIRTEL সহ প্রায় সব
অপারেটরের ক্ষেত্রে একই রকম।

Hollywood Movie' র Vampires এর মত
সাধারণ মানুষের রক্ত চুষছে এ
দেশের অধিকাংশ মোবাইল
অপারেটরস!!

আমি অধিকাংশ সময় ফ্রি নেট
ব্যবহার করি।

সবভাইয়েরা তো ফ্রি নেট ব্যবহার
করেনা/করতে পারেনা,
রক্তশোষা এইসব কোম্পানীদের
অবস্হা দেখে ঐ সব ভাইদের জন্য কষ্ট
লাগে, যারা প্রকৃত
সাশ্রয়ী দামে ইন্টারনেট
পেলে অনায়াসে তাদের
জ্ঞানের ভান্ডার আরও সমৃদ্ধ
করতে পারত। বিশেষ করে ছাত্র-
ছাত্রীরা যাদের কাছে এত
ছড়া দামে ডাটা ক্রয়করা অনেকটাই
অসম্ভব। সত্যি কথা বলতে কি এই ৩
দিনে একবারের জন্যও ফ্রি নেটের
কথা মনেহয়নি। তারকারণ,
মনেহয়েছে অপারেটর আমাকে
সাশ্রয়ী মূল্যে ডাটা দিচ্ছে,
আমি কেন ফ্রি নেট ব্যবহার করব?

আমি হলফ করে বলতে পারি এই
দামে ডাটা পেলে শুধু আমি কেন,
এই রকম হাজার-হাজার ইউজার
আছে যারা কখনও ফ্রি নেটের
কথা ভাববেননা।

কথা হচ্ছে রবি যে ২৩টাকায়
৫০০এমবি দিয়েছে এখানে কোম্পানী অবশ্যই
লোকসান গণেনি, হয়ত লাভ কম
করেছে । প্রশ্ন হলো, সব সময়
সাশ্রয়ী মূল্যে ডাটা দিতে অপারেটরদের
সমস্যা কোথায় আমি বুঝিনা।

আমি GP, ROBI, BANGLALINK এবং AIRTEL
সহ সকল অপারেটরদের
শুভাকাঙখীদের (তথা দালালদের)
কাছ থেকে এ বিষয়ে যথাযত উত্তর
আশা করছি। আর উত্তর
না দিতে পারলে ভবিষ্যতে অযাচিত
ভাবে কোন কোম্পানীর
পক্ষে টি.টি.-তে নাক
গলাতে আসবেননা। টেকটিউনসের
সম্মানিত মডারেটরগণ এবং দক্ষ
টিউনাররা ন্যায় এবং অন্যায় এর
পার্থক্যটা ভালভাবেই বুঝেন। এ
কথা মনে রাখবেন।

আর সকল টিউনারের কাছে আবেদন
জানাচ্ছি, আসুন আমরা সবাই
সম্মিলিতভাবে আমাদের প্রিয়
টেকটিউনসের মাধ্যমে যতটা সম্ভব
ইস্যুটাকে আন্দোলনে রূপ দেয়ার
চেষ্টাকরি। আমাদের স্লোগান
হোক ১টাই -”সার্বজনীন ইন্টারনেট
ব্যবহারের সুবিধা দাও, নেট-ডাটার
দাম কমাও।”

অবশেষে বলছি, কষ্ট
করে টিউনটি পড়ার জন্য ধন্যবাধ

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates