Home About-us Privacy Policy Contact-us Services

সহজেই পরিবর্তন করে ফেলুন আপনার এন্ড্রয়েডের ফন্ট।।।

ad+1

এবার ফন্ট পরিবর্তন করা খুবই সহজ। শুধু
এন্ড্রয়েডটি রুট থাকতে হবে।
খুব সহজেই পরিবর্তন করে ফেলুন
আপনার এন্ড্রয়েট মোবাইলের ফন্ট ।

(আপনার ফোনটি অবস্যই রুট
থাকতে হবে।)
চলুন কাচে চলে যাই। প্রথমেই এখান
থেকে Rom Toolbox Pro টা ডাউনলোড
করে নেই
সাথে সাথে ইন্সটল
করে নেই।

Tools এর বা দিকে স্লাইড
করে Performance ও
পরে আবার স্লাইড
করে Interface এ চলে যাই।

Interface এর প্রথম মেনু টাই
Font Installer.,
Font Installer এ ক্লিক করলেই
SERVER নামের
ক্যটাগরি থেকে অনেক
ফন্ট দেখাবে য়দি নেট
কানেকসন অন থাকে।

অন্যথায়
Local ক্যটাগরি থেকে SD
কার্ডের রাখা Font
টি খুজে Install
করা যাবে।

এ ছারাও প্রিভিউ অপসণ থেকে ফন্ট
টি দেখতে কেমন
হবে তা দেখা যাবে।

====
সবাই ভালো থাকবেন। পরবর্তী
তে ROM Toolbox নিয়ে আরো টিউন
থাকবে। ভুল হলে ক্ষমা করবেন।

র্পূর্রে= এখানে প্রকাশিত
হয়েছে
=========================================

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates