Home About-us Privacy Policy Contact-us Services

সবাই কি অ্যান্ড্রয়েডে জিপি ফ্রি নেট ইউজ করছেন নাকি? দেখুন তো এই ট্রিকস কাজ করে কিনা? আমি ইউজ করতেছি।

ad+1

আজ নিজে ট্রিকসটা ইউজ
করে বাধ্য হয়েই
জরুরী ভিত্তিতে শেয়ার করলাম।

এক ভাইয়ের থেকে শুনেই
সাথে সাথে ট্রিকসটা নিয়ে কাজ
শুরু করলাম। আর কাজও হয়ে গেল!

একটা গান ডাউনলোডে লাগায়
দিলাম সেটাও নামছে ধুমসে। এখন
আপনারাই বলেন শেয়ার
না করে যাই কোথায়?

তবে আমি আবারো বলছি,
আপনারাও চেষ্টা করুন
হলে জানাবেন।

প্রথমে মেসেজ
অপশনে গিয়ে B লিখুন
আর পাঠিয়ে দিন 4444
নম্বরে

ফিরতি কনফার্মেশন
এসএমএস
পেলে সেটটা অফ
করে অন করুন

এবার চেষ্টা করে দেখুন
যেকোনো সাইটে ভিজিট
করার। ইনশাল্লাহ কাজ
করবে

দয়া করে কাজ হলে জানাবেন।

আমি জানি আপনারা আমার
টিউনের উপর আস্থা রাখেন তাই
কখনই ভুয়া কিছু শেয়ার থেকে বিরত
থাকি। আজকের এই
ট্রিকসটা শুধুমাত্র নিজের ১০০%
কাজ করার কারনেই শেয়ার করলাম।

স্পিডও মোটামুটি ভালো। আর
সীমে টাকা না রেখে চেষ্টা করাই
ভালো। কারণ হারামীফোনের
মতিগতি সম্পর্কে আপনারা সবাই
ভালোভাবেই চিনেন।

ধন্যবাদ

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates