Bang Bang হিন্দি মুভির
সাথে নিশ্চয়ই পরিচয় আছে???
আসছে ২রা অক্টোবার রিলিজ
হতে যাচ্ছে হলিউডের এই মুভি।
ঋত্বিক রওশন
এবং ক্যাটরিনা কাইফের অভিনীত
এবং সিদ্ধার্থ আন্নাদ এর
পরিচালনায় আসছে Bang Bang
হিন্দি মুভি।
ইতিমধ্যে ছবি নিয়ে অনেক
আলোচনা হচ্ছে। সবাই
অপেক্ষা করছে।
ছবি রিলিজের আগেই Bang Bang
মুভির অফিশিয়াল অ্যান্ড্রয়েড
গেম রিলিজ হল। মুভি এবং গেম
ভক্তরা নিশ্চয়ই খুশি হয়েছেন?
আমি তেমন মুভি বা গেম খেলিনা।
তবুও এই পোস্ট লেখার জন্য ৪৭
মেগাবাইটের এই Bang Bang
অ্যান্ড্রয়েড গেম ডাউনলোড
করে খেললাম। আমি গেম
খেলতে পারদর্শী নয়। তাই খেলতেই
ভালোভাবে পারলাম না। কিন্তু
পারদর্শী গেম পটুরা নিশ্চয়ই পাবেন
মজা করে খেলতে।
তবে গেমটি এইচডি কোয়ালিটির।
এজন্য অসাধারণ অ্যান্ড্রয়েড
ফোনের প্রয়োজন নেই। এজন্য ২.৩+
যেকোন সাধারণ অ্যান্ড্রয়েড
ফোনেই খেলতে পারবেন Bang Bang
অফিশিয়াল অ্যান্ড্রয়েড গেমটি।
আর কি রিভিউ দিব? আর দেয়ার মত
কিছু নেই। তবে গেম ডেভেলপার
সম্পর্কে একটু জেনে রাখুন।
গেমটি ডেভেলপ করেছে Nazara
Technologies। এখন চলুন ঝটপট ডাউনলোড
লিংক দিয়ে দেই। কোন ঝামেলার
লিংক নয়! একদম ডাইরেক্ট লিংক
শেয়ার করলাম আপনাদের সাথে।
ক্লিক, ডাউনলোড এবং শুরু করুন
খেলা!
ডাউনলোড
করতে এখানে ক্লিক করুন
(৪৭ এমবি,
পেজে ঢুকে নীল রঙের
ডাউনলোড বাটন ক্লিক
করুন)