এনড্রয়েডের জন্য নিন 1000
টি স্টাইলিস্ট
ফ্রন্ট।আর ফোনকে করুন আরও আধুনিক
অ্যান্ড্রয়েড এ যাদের
সিস্টেমেটিক্যালি ফন্ট চেঞ্জ
হয় না, তাদের জন্য এই টিউন।
এর জন্য আপনার লাগবেঃ
আপনার অ্যান্ড্রয়েড
ফোন ( অবশ্যই রুট করা ) একটি ছোট্ট
সফটয়্যার
.ttf ফর্ম্যাটের কোন
ফন্ট
প্রথমে আপনার ফোন এই এ্যাপ
টি ডাউনলোড করে নিন।
এরপর
ইন্সটল দিতে হবে। ইন্সটল
দেয়া পর্যন্ত হলে আপনার অর্ধেক
কাজ শেষ। এখন অ্যাপ টি ওপেন
করুন। অ্যাপ এর ভিতরের হোম
আইকোনে ক্লিক করুন। দেখবেন
আপনার সিস্টেম
ফোল্ডারে ঢুকে গেছেন।
সেখানে ফন্ট নামের
একটা ফোল্ডার পাবেন। সেই
ফোল্ডার থেকে আপনার
ফোনের সিস্টেমে ব্যাবহৃত অন্যান্য
ফন্ট, যেমনঃ ক্লোক এ
ব্যাবহৃত ফন্ট বা, স্ট্যাটাস
বারে ব্যাবহৃত ফন্ট আপনার
সিস্টেম এর ডিফল্ট
করতে পারবেন।
সেখানকার কোন ফন্ট পছন্দ না হলে
এখান থেকে যত খুশী ফন্ট
ডাউনলোড দিন। অতঃপর
ঐ অ্যাপ থেকে যেই
ফোল্ডারে ফন্ট গুলা রাখছেন,
সেখান থেকে ডিফল্ট সেট
করতে পারবেন। আপনার
কাছে আগে থেকেই .ttf ফরম্যাটের
কোন ফন্ট
থাকলে আপনার
ফোনে নিয়ে সেগুলো ইউজ
করতেও পারেন।
কোন সমস্যা হলে বা সাহায্য
লাগলে কমেন্ট করে জানান।
রুট করা থাকতে হবে ফোন।