Tuner Atikur Rahman
আশা করি সবাই ভালো আছেন।
সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা।
আবারো লিখতে বসলাম নতুন এক
টিপস নিয়ে। আজকে একটা মজার
জিনিস নিয়ে লিখবো। এটি তেমন
কোন দরকারি বিষয় নয়। শুধু মাত্র
মজার জন্য। নাম দেখে হয়
বুঝে গেছেন কি ব্যাপার।
তারপরেও বলি আমাদের কম্পিউটার
এর ডেক্সটপ এ অনেক শর্টকাট থাকে।
শর্টকাট গুলোর উপরে আইকন
এবং নিছে নাম থাকে যেমন MY
Computer । এই শর্টকাট সবার
কম্পিউটার এর ডেক্সটপ এ অবশ্যই
আছে। My computer এর উপরে দেখবেন
একটা আইকন আছে।
আমরা যেটা করবো সেটা হল সুধু
আইকন থাকবে কিন্তু কোন নাম
থাকবে না মানে হল My computer
লেখা থাকবে না। কি করে করবেন
এটাই আজকের বিষয়।
প্রথমে My Computer এ মাউস
রেখে রাইট বাটন ক্লিক করে Rename
এ ক্লিক করে My computer
লেখাটি ডিলিট করে দিন। এরপর alt
কি চেপে ধরে ০১৬০ নাম্বার টাইপ
করুন। বাস খেল খতম। এখন দেখুন My
computer লেখাটি উধাও
হয়ে গেছে।
এখন থেকে আপনার পিসির ডেক্সটপ শর্টকাট এ সুধু আইকন থাকবে কোন নাম থাকবে না

