সাধারণ ভাবে আমরা ইমেইল আদান
প্রদান করার জন্য gmail, yahoo, hotmail,
live ইত্যাদি ফ্রি ইমেইল সেবা গ্রহণ
করে থাকি। ইমেইল
মার্কেটিং করার সময়
আমরা একসাথে কয়েক হাজার
থেকে কয়েক লক্ষ ইমেইল
পাঠিয়ে থাকি। gmail, yahoo, hotmail,
live থেকে এত ইমেইল একই
সাথে পাঠানোর সুযোগ নেই।
ইমেইল মার্কেটিং বলতে শুধুমাত্র
ইমেইল পাঠানোকে বোঝায় না।
ইমেইল টেম্পলেট ডিজাইন করা,
ইমেইল তালিকা সংগ্রহ করা, ইমেইল
লিস্ট ভেরিফাই
করা এবং ইনবক্সে গেল
কিনা সেটিও দেখার বিষয়।
ধরা যাক আপনি ১ লাখ ইমেইল
পাঠালেন কোন ক্যাম্পেইন করার
জন্য কিন্তু সেই
ভাবে সারা পেলেন না? কিন্তু
কেন?
১. ইমেইল গুলো একটিভ ছিল না?
২. ইমেইল গুলো ইনবক্সের বদলে স্প্যাম
বক্সে গিয়েছে?
উওর উপরের দুটোই হতে পারে।
আপনার
কাছে যে তালিকা রয়েছে সেগুলো অবশ্যই
চেক করে পাঠাতে হবে। চেক করার
জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন
করতে হবে।
যা পরবর্তীতে আলোচনা করা হবে।
ইমেইল ডিজাইন করার সময়
কয়েকটি নিয়ম অনুসরণ করতে হয়।
যা না করলে আপনার ইমেইল স্প্যাম
ইমেইল হিসেবে গণ্য হবে।
আপনি কি স্প্যাম মেইল নিয়মিত
চেক করেন। বোধ হয় না। কিন্তু ইনবক্স
প্রতিদিন কিংবা দুই একদিন পর পর
অবশ্যই চেক করা হয়। তাই ইমেইল
মার্কেটিং করার সময় অবশ্যই
নিয়মকানুন মেনে চলতে হয়।
ইমেইল মার্কেটিং কি?