পূর্ণ চাঁদ
আপনি হয়ত খুব ব্যস্ত মানুষ কিন্তু একটু
সময় করে এই আগস্ট মাসের এক সন্ধ্যায়
আপনি হয়ত
বাইরে কাটিয়ে দিতে সাছন্দ
বোধ করবেন কারণ একটি পূর্ণ
"সুপারমুন" সন্ধ্যার
আকাশে দেখা যাবে।
"সুপারমুন" নাসা অনুযায়ী, আগস্ট ১০
এবং সেপ্টেম্বর ৯ তারিখে ঘটবে।
অনেক বেশি বড় আর উজ্জ্বল চাঁদ
গত ১২ জুলাই এই বছরের প্রথম পূর্ণ
চাঁদটি দেখা গেছে।
পূর্ণ চাঁদ কেন দেখা যায় বছরের
কোনো একটি নির্দিষ্ট
সময়ে তা জানার
ইচ্ছে হচ্ছে নিশ্চয়?? তাহলে চলেন
জানা যাক এর কারণ সম্পর্কে।
চাঁদ একটি উপবৃত্তাকার কক্ষপথ অনুসরণ
করে এবং চাঁদের কক্ষপথের অংশ
পৃথিবীর নিকটস্থ হলে ''সুপারমুন'' এর
মত ঘটনা ঘটে। চাঁদ তার সুদূরতম সময়ের
তুলনায় পৃথিবীর কাছাকাছি প্রায়
৩০,০০০ মাইল (৫০,০০০ কিলোমিটার)
চলে আসে।"অনুভূ'' বা "perigee"
নামে পরিচিত এই বিন্দু।
আরও
স্পষ্টভাবে বলতে গেলে বলা যায়
যে, প্রতি ১৩ মাস এবং ১৮ দিন পর
"অনুভূ'' বা "perigee" বিন্দুতে পূর্ণ চাঁদ
দেখা যায় ।ওয়াশিংটন ডিসি এর
মার্কিন নৌ মানমন্দিরের একজন
জ্যোতির্বিজ্ঞানী Geoff Chester
বলেন,
আসলে ব্যাপারটি অস্বাভাবিক নয়
কারণ, গত বছর অনুভূ বিন্দুর
একটি সারিতে তিনটি পূর্ণ চাঁদ
ছিল, কিন্তু শুধুমাত্র একটি পূর্ণ চাঁদ
সম্পর্কে ব্যাপকভাবে রিপোর্ট
করা হয়েছিল।
আশা করি সবাই পূর্ণ চাঁদ দেখার সময়
এই লেখাটির কথা মনে করবেন।
পূর্ণ চাঁদ ৩ বার এই বছরে !!!