Home About-us Privacy Policy Contact-us Services

***আসুন কয়েকটা মজার জিনিস শিখুন***

ad+1

এটা আমার দিত্বীয় টিউন। আজর
বাংলায় আষার মাসের ৩০ তারিখ।
আষারের এত বড় দিনে পবেত্র
রমজানের রোজা রেখে অনকেই
হয়তো ক্লান্ত হয়ে আছেন। তাই
আপনাকে একটু আনন্দ দেওয়ার জন্য
আমার এই টিউন। যা হোক
সরাসরি মেইন কথায় চলে আসি।
উইন্ডোজের কিছু সফটওয়্যার বাগ
আছে যা নিয়ে মাইক্রোসফট
নিজেই বিষ্মিত। সেরকমই
দুটি জিনিস আজ আপনাদের
সাথে শেয়ার করব। দেখুন আর
মজা নিন-

১------ আপনি আপনার উইন্ডোজের
কোন ফোল্ডার এর নাম CON
লিখে সেভ করতে পারবেন না।
একজন ভারতীয় মানুষ এটি আবিষ্কার
করেন।

এছাড়াও CON, AUX, COM1, COM2, COM3,
COM4, LPT1, LPT2, LPT3,PRN, NUL
ইত্যাদি নামগুলো ব্যবহার করেও
আপনি উইন্ডোজে কোন ফোল্ডার
তৈরি করতে পারবেন না।

২------- মাইক্রোসফট ওয়ার্ড ওপেন
করে টাইপ করুন =rand(200,99) ও এন্টার
চাপুন। দেখুন মজা।এটি আবিস্কার
করেন ব্রাজিলিয়ান নাগরিক
এটি Microsoft এর কাছেও বিষ্ময়কর
ব্যাপার এমনকি বিল গেটসও এর উত্তর
দিতে পারেনি।

দুটোর সাথে এটা বোনাস
হিসেবে থাকলো------- গুগল
জাদুঃ-
গুগল ওপেন করুন এবং google gravity
লিখে সার্চ দিন। যে প্রথম
লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক
করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখুন
মজা। এবার মাউস
দিয়ে টুকরা গুলো তোলার
চেষ্টা করুন।

ভাল লাগলে টিউমেন্ট
করে জানান।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates