Home About-us Privacy Policy Contact-us Services

ব্লগ টিউন লেখার সময় এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং বিবরন লেখার একটি টিপস + একটি এসইও সম্পর্কিত টুলস

ad+1

একটি ব্লগের টিউন লিখতে এসইও
ভিত্তিক বিষয়গুলো নজর
দেওয়া অত্যাবশ্যক। শুধু
ব্লগে টিউন লিখেই গেলেন
কিন্তু পাঠকই পেলেন
না তাতে আপনার বিন্দুমাত্র
সফলতা নেই। আর পাঠক পাওয়ার
সর্বাধিক গ্রহনযোগ্য উৎস হল
বিভিন্ন সার্চ ইঞ্জিন।

তবে এটাও মনে রাখবেন
আপনি টিউন লিখবেন আর সার্চ
ইঞ্জিন আপনার লেখা পাঠকের
সামনে তুলে ধরবে তা মনে করাও
বোকামোর কাজ। অর্থাৎ এজন্য
আপনাকে লিখতে হবে ইউনিক
এবং এসইও উপযোগী ব্লগ টিউন। আর
একটি টিউনের
দুটি গুরুত্তপূর্ণ অংশ হল
টাইটেল বা শিরোনাম
এবং ডেস্ক্রিপশন বা বিবরণ। তাই
এই দুটি বিষয়কেও যাতে সার্চ
ইঞ্জিন উপযোগী করা যায়
সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

এখন প্রশ্ন হল একটি ব্লগ টিউনের
Title এবং Description কে এসইও
ফ্রেন্ডলি করতে কি বিষয়
লক্ষ্য রাখতে হবে?
এবার আসি আসল কথায়। একটি ব্লগ
টিউনের Title এবং Description প্রথমত
লিখতে হবে আকর্ষণীয়, বোধগম্য।

তারপরেও প্রশ্ন থাকে যে, Title
এবং Description কত ওয়ার্ড বা কত
দীর্ঘ হবে? হুম, এটিই আরও
জরুরী বিষয়। আপনি চাইলেই
ইচ্ছেমত লিখতে পারবেন না।

সরি, একটু ভুল বললাম।
আপনি পারবেন কিন্তু তা এসইও
ফ্রেন্ডলি হবেনা অর্থাৎ
সার্চ ইঞ্জিন আপনার সেই Title
এবং Description কে প্রাধান্য
দিবেনা এবং গ্রহনযোগ্যতাও
পাবেনা।

তাহলে Title এবং Description কে এসইও
ফ্রেন্ডলি করতে হলে কত
ওয়ার্ডের লিখতে হবে?
বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন
গুগল একটি ব্লগ টিউনের ৫৫ অক্ষর
(Character) পর্যন্ত শিরোনাম (Title)
হিসেবে গ্রহণ করে থাকে আর
বিবরণ (Description) কে গ্রহন করে ১৫০
অক্ষর (Character) পর্যন্ত।

তাহলে এবার নিশ্চয়ই বুঝেছেন
যে আপনাকে এই সীমাবদ্ধ
অক্ষরের মধ্যেই
একটি উপযোগী Title এবং Description
লিখে ফেলতে হবে।
আপনারা অনেক সময়ই
দেখে থাকবেন, অনেকেই ব্লগ
টিউনগুলো দীর্ঘ
করে এতে আপনি আমি ঠিকই
বুঝি কিন্তু গুগলের মত সার্চ
ইঞ্জিনরা এইসব বড় বড় Title
এবং Description
কে আবর্জনা বা অনুপযোগী মনে করে।

এতে সার্চ ইঞ্জিনে আপনার
ফলাফল ভালো হয় না।

Character Count Tool for Seo
Friendly Blog Post Title and
Description

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates