Home About-us Privacy Policy Contact-us Services

এসে গেল “WORDPRESS ওস্তাদ” এডভান্স WORDPRESS ডেভলপমেন্টের উপর একটা পূর্ণাঙ্গ ফ্রি চেইন কোর্স , আপনি প্রস্তুত তো!

ad+1

আধুনিক সমাজ সম্পূর্ণরূপে ওয়েব নির্ভর। অফিস,ব্যবস্যা-বাণিজ্য,শিক্ষা, বিনোদন এমন কোন ক্ষেত্র নেই যা ওয়েবে অন্তর্ভূক্ত নয়। প্রতিদিনই নতুন নতুন ওয়েব সাইট তৈরি হচ্ছে, সেই সাথে ওয়েব সাইট ডিজাইন এবং ডেভলপমেন্ট টেকনোলজিতে যুক্ত হচ্ছে নতুন নতুন টেকনোলজি। তাই বিশ্বব্যাপী ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্টের কাজের সংখ্যা প্রতি মূহর্তে বাড়ছে। অনলাইন মার্কেট প্লেস গুলোতে প্রতি সেকেন্ডে নতুন নতুন জব পোস্ট হচ্ছে। তাই নিজেকে একজন ওয়েব ডেভলপার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা, হতে পারে  আপনার জন্য সময়ের সর্বোত্তম সিদ্ধান্ত।

 ওয়ার্ডপ্রেস ওস্তাদ

ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরণের সি এম এস বা কনটেন্ট ম্যানেজমেন্ট রয়েছে, যা ওয়েব সাইট তৈরির পদ্ধতিকে সহজ করে, সিকিউরিটি নিশ্চিৎ করে এবং অধুনিক ও ব্যবহার বান্ধব ফিচার  সংযুক্ত করতে সহযোগিতা করে। এ সকল সি এম এস  সমূহের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সি এম এস হচ্ছে ওয়ার্ডপ্রেস (WordPress) ।  শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্ট শিখেই আপনি সরাসরি অনলাইন মার্কেট প্লেস গুলোতে কাজ করে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। এই লক্ষ এবং উদ্দেশ্যকে সামনে রেখে টেকটিউনস এর প্রত্যক্ষ সহযোগিতায় শুরু হচ্ছে “ওয়ার্ডপ্রেস ওস্তাদ” এডভান্স ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্টের উপর একটা পূর্ণাঙ্গ ফ্রি চেইন কোর্স।

 আপনিই হবেন আগামিদিনেরএকজন সত্যিকারের ওয়ার্ডপ্রেস ওস্তাদ!


ওয়েবে ঘুড়াঘুড়ি করতে করতে , ব্লগে একটা দুইটা লেখা পোস্ট করতে করতে কবে যে ওয়ার্ডপ্রেসের ব্যবহার রপ্ত করে ফেলেছেন,নিজেও জানেন না। HTML, CSS ও ভালই রপ্ত করে ফেলেছেন। এরি মধ্যে কেউ কেউ PHP এর বেসিক শিখে একটু গুরুগম্ভীর হওয়ার চেষ্টা করছেন। অনেকেই আবার সাহস নিয়ে jQuery টা চেখে দেখতে গিয়ে আসল মজাটা বুঝতে পেরেছেন। আপনাদেরকেই বলছি, আপনিই   হবেন আগামিকালের একজন সত্যিকারের ওয়ার্ডপ্রেস ওস্তাদ!
ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোন জ্যোতিষী নই । আপনি যদি ওয়ার্ডপ্রসের ব্যবহার জানেন,  HTM, CSS ভালোভাবে জানেন, PHP এর বেসিক এবং বিভিন্ন jQuery প্লাগইন কিভাবে ব্যবহার করতে হয় এতটুকু জানেন তাহলে “ওয়ার্ডপ্রেস ওস্তাদ” ফ্রি কোর্সটি করে নিজেকে একজন ওয়ার্ডপ্রেস ডেভলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।

“ওয়ার্ডপ্রেস ওস্তাদ” কোর্সে কি কি বিষয় আলোচনা করা হবে?

ওয়ার্ডপ্রেস ওস্তাদ কোর্সটিতে ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট এর বিভিন্ন  বিষয় নিয়ে আলোচনা করা  হবে। এর মধ্যে অন্তর্ভূক্ত থাকবে, ওয়ার্ডপ্রেস থিমের স্ট্রাকচার কেমন, কি কি ফাইল থাকে,  ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফাংশন কিভাবে কাজ করে, কিভাবে থিমে বিভিন্ন ধরণের কাস্টম ফিচার যুক্ত করা যায়, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমে কি কি ধরণের ফিচার থাকে, এ সকল ফিচার কিভাবে কাজ করে এবং কিভাবে যুক্ত করা যায়।

এক নজরে  ওযার্ডপ্রেস ওস্তাদ কোর্সের আলোচিত বিষয় সমূহ
  •  [পর্ব-০১] :: ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারআর্কি
  • [পর্ব-০২] :: index.php সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • [পর্ব-০৩] :: style.css সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • [পর্ব-০৪] :: single.php সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • [পর্ব-০৫] :: page.php সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • [পর্ব-০৬] :: category.php সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • [পর্ব-০৭] :: archive.php সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • [পর্ব-০৮] :: author.php সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • [পর্ব-০৯] :: function.php ব্যবহার করে থিমে নতুন বৈশিষ্ট্য সংযোজন করা
  • [পর্ব-১০] :: sidebar.php সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • [পর্ব-১১] :: কোয়েরি এবং ক্যাটেগরি কোয়েরি
  • [পর্ব-১২] :: কাস্টম শর্টকোর্ড তৈরি করার পদ্ধতি
  • [পর্ব-১৩] :: টেক্সট এডিটরে কাস্টম বাটন যুক্ত করুন
  • [পর্ব-১৪] :: মেনু তৈরি করার পদ্ধতি
  • [পর্ব-১৫] :: কাস্টম পেজ টেমপ্লেট তৈরি
  • [পর্ব-১৬] :: কাষ্টম ফিল্ড এবং ব্যবহার করার পদ্ধতি
  • [পর্ব-১৭] :: কাস্টম মেটাবক্স যুক্ত করার পদ্ধতি
  • [পর্ব-১৮] :: কাস্টম টেক্সোনমি যুক্ত করার পদ্ধতি
  • [পর্ব-১৯] :: ওয়ার্ডপ্রেসে কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করার নিয়ম
  • [পর্ব-২০] :: মেনু আইটেমের জন্য ড্যাস আইকন যুক্ত করার পদ্ধতি
  • [পর্ব-২১] :: উইজেট তৈরি করার পদ্ধতি
  • [পর্ব-২২] :: একটা কাস্টম ওয়ার্ডপ্রেস গ্যালারী তৈরি করুন সাথে লাইটবক্স ইফেক্ট দিন
  • [পর্ব-২৩] :: ওয়ার্ডপ্রেস থিমে থিম অপশন যুক্ত করার পদ্ধতি
  • [পর্ব-২৪] :: বাড়িয়ে নিন ওয়ার্ডপ্রেস সাইটের মিডিয়া আপলোড ফাইল সাইজ
  • [পর্ব-২৫] :: থিম কাস্টমাইজারে কাস্টম কন্ট্রোল যুক্ত করা
  • [পর্ব-২৬] :: চাইল্ড থিম কাস্টমাইজেশন

“ওয়ার্ডপ্রেস ওস্তাদ” কোর্সটি কিভাবে উপস্থাপনা করা হবে?

কোর্সটিতে যে সকল বিষয় আলোচনা করা হবে তার  সোর্স ফাইল, code snippet সরবরাহ করা হবে। প্রয়োজনে ভিডিও টিউটোরিয়াল সংযোজন করা হবে। প্রতিটা পর্বেই  কিছু কিছু ব্যবহারিক টাস্ক বা  প্রাসঙ্গিক প্রশ্ন থাকবে। যে গুলোতে আপনারা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে নিজেদেরকে যাচাই করতে পারবেন।

“ওয়ার্ডপ্রেস ওস্তাদ” কোর্সটিতে আপনি কিভাবে অংশ গ্রহণ করবেন?

কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত হবে। তাই আপনাদের কাছ থেকে যত বেশি সাড়া পাওয়া যাবে, কোর্সটি সফলভাবে পরিচালনা করার জন্য টেকটিউনস কতৃপক্ষ আপনাদের তত বেশি সহযোগিতা করবে। তাই কোর্সটির ব্যপারে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিজে সক্রিয় থাকুন।
:arrow:   বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এখানে ক্লিক করুন

-------------------------------------------------------------------------------------
ওয়ার্ডপ্রেস ওস্তাদ হতে আপনি প্রস্তুত তো!
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates