আশা করি সবাই ভাল আছেন?
আজকে আপনাদের কাছে হাজির
হইলাম একটি নতুন প্রযুক্তি কথা এবং এর
Apps নিয়ে.....!!
এই নয়া প্রযুক্তির নাম ‘মেশ
নেটওয়ার্ক’৷ এই নেটওয়ার্কের
সুবিধা রয়েছে, যা দুনিয়ায়
একটা বিপ্লব ঘটাতে চলেছে৷। ‘মেশ
নেটওয়ার্ক’ প্রযুক্তির
মাধ্যমে দুরসঞ্চার দুনিয়ার মানুষজন
ইন্টারনেটে মুখ্য ধারায় জুড়ে যাবে।
এরজন্য কোনো রকম ইন্টারনেট
সংযোগের প্রয়োজন
পড়বে না৷ বাস্তবে দেখা গিয়েছে,
জঙ্গল ও প্রত্যন্ত এলাকায় মোবাইল
নেটওয়ার থাকে না৷ অনেক
ক্ষেত্রে বিশেষ কিছু
স্থানে মোবাইল নেটওয়ার্ক ব্লক
করে দেয়া হয়৷ এই সময় চ্যাট
এবং মেসেজ পাঠানো সমস্য হয়ে যায়৷
এবার ‘মেশ নেটওয়ার্ক’ এই সমস্যা সহজ
বর্তমানে চ্যাট করতে পছন্দ
করে না এমন কাউকেই
খুজেঁ পাওয়া মুশকিল।
চ্যাটিং দিনে দিনে একটি গুরুত্বপূর্ন
মাধ্যমে পরিনতে হচ্ছে....!!
এর কারণ, চ্যাটিংয়ের জন্য অতিরিক্ত
খরচ করতে হয় না, এর কোন
সীমানা নির্ধারন করা নেই,
ইত্যাদি। কিন্তু, চ্যাট
করতে হলে অবশ্যই
ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়।
তাই এখন থেকে ইন্টারনেট ছাড়াও
চ্যাট করা যাবে।এর জন্য Fire chat নামক
একটি অ্যান্ড্রয়েড অ্যাপের প্রয়োজন।
অ্যাপটির বৈশিষ্ট্য
নিম্বরুপঃ
১. আশেপাশে থাকা অ্যান্ড্রয়েড
ডিভাইস
ব্যবহারকারীর সাথে সহজেই সংযুক্ত
হওয়া যাবে।
২. কোন মোবাইল
কোম্পানী এমনকি ইন্টারনেটেরও
প্রয়োজন নেই।
৩. এটি কাজ করবে অ্যান্ড্রয়েড
ডিভাইস
ব্যবহারকারীদের ২০০ ফুট
দুরত্বের মধ্যে।
৪. এটি তেমন ব্যাটারি চার্জও খরচ
করে না, এছাড়াও রয়েছে আরও কিছু
ফিচার।
এবার নিচে থেকে Apps
টি ডাউনলোড
করুন-