"একই ধরনের ফন্ট!!!
ভালো লাগেনা!!! কিছু নতুন ধরনের
ফন্ট
পাওয়া গেলে লিখতে ভালো লাগে।।"
- এই ধরনের কথা আমরা প্রায়ই
বলে থাকি কিন্তু কথায়
পাওয়া যায় একসাথে অনেক ফন্ট???
সেই ১ টি ১ টি করে ডাউনলোড
করা বড্ড কষ্টকর। থাক
পুরানো যা যা আছে তার থেকেই
১টা বেছে নিয়ে কাজ
চলে যাবে।
আর না!! এখন এই
ভাবনা ছেড়ে দিয়ে ডাউনলোড
করে নিন একসাথে প্রচুর সুন্দর সুন্দর
ফন্ট। এবার আমার টিউনে আমি ৩২০
টি ফন্ট দিলাম কম্পিউটারের জন্য।
MS-Word, Excel, PowerPoint ও অন্যান্য
যে কন
অ্যাপ্লিকেশনে কাজে লাগাতে পারবেন।
নীচে ৪ টি লিঙ্ক
থেকে ডাউনলোড করে নিন এই সমস্ত
সুন্দর সুন্দর ফন্টগুলি।।
আশা করি ভালো লাগবে।
কমেন্ট করতে ভুলবেন না যেন।।
আপনাদের কমেন্ট থেকেই
আমি আমার টিউন কেমন
হচ্ছে তা জানতে পারবো এবং পরের
গুলো সংশোধন
করে নিতে পারবো।
আপনারা আমার
পাশে থাকলে আমি নিশ্চয়ই সুন্দর
টিউন দিতে পারবো।
প্রচুর ফন্ট একসাথে ডাউনলোড করে নিন……