Home About-us Privacy Policy Contact-us Services

কীভাবে নির্দিষ্ট ওয়েবসাইট আপনার ব্রাউজার থেকে ব্লক করবেন।

ad+1

আপনার ব্রাউজারে কিছু ওয়েবসাইট ব্লক করতে চান?
আসলে আমরা আমাদের  PC  কে বাচ্চাদের নাগালের বাইরে রাখতে পারি না। এজন্য কিছু ওয়েবসাইট তাদের নাগালের বাইরে রাখার জন্য আমরা ব্রাউজারে সেই  ওয়েবসাইটগুলো ব্লক করে রাখতে পারি।

ব্রাউজার নির্দিষ্ট কোন নিয়ম এজন্য করে নাই। তবে কিছু Add-Ons আছে যেগুলো দিয়ে আপনি এই কাজটি করতে পারেন।
আসুন দেখি কীভাবে করবেন। (পার্ট মজিলা ফায়ারফক্স)

কীভাবে

  • প্রথমে ফায়ারফক্স ওপেন করুন।
  • তারপর Tools থেকে add-ons মেনুতে যান, (কিছু কিছু ভার্সনে Add-ons মেনু আলাদা থাকে।)

  • তারপর add-ons এর সার্চবারে BlockSite লিখে সার্চ করুন।
  • তারপর Add to Firefox," "Accept and Install," এবং তারপর  "Install Now." করুন।

  • তারপর ব্রাউজার রিস্টার্ট দিন।
  • পুনরায় ব্রাউজারে add-ons এ যান।
  • তারপর Enable BlockSite, Enable warning messages, Enable link removal, Enable functions ইত্যাদি ওকে আছে কিনা দেখুন।
  • তারপর add বাটনে আপনি যে ওয়েবসাইট ব্লক করতে চান, সেটা প্রেস করুন এবং OK দিন।

  • তারপর Enable authentication এ আপনি এই ব্লক  password protected ও করতে পারেন।

ব্যস হয়ে গেল সাইট ব্লক করা। আপনারা করতে পারলে আমি সার্থক।
ধন্যবাদ সবাইকে।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates