বিশ্বকাপ নিয়ে নানা জল্পনা-
কল্পনার শেষ নেই। বিশ্বকাপ
নিয়ে ভাবনা নেই এমন লোক খুব কমিই
পাওয়া যায়। আর হাসি ঠাট্টার
মাধ্যমে চলছে ফেসবুকে যুদ্ধ।
ফিফা বিশ্বকাপ ২০১৪ উপলক্ষে্য গুগল
এন্ড্রোয়েড নিয়ে আসল ফেস ফ্লাগ
অ্যাপ্স।
প্রথমে অ্যাপসটি,
এখান থেকে ডাউনলোড করে ইন্সটল
করুন। তারপর - অ্যাপসটি ওপেন
করে একটি ফেস বা মুখ সিলেক্ট করুন।
সেখানে ৮২ জাতীয় পতাকা রয়েছে।
সেখান থেকে আপনার পছন্দের
পতাকা সিলেক্ট করুন। তারপর
ওখানে বিভিন্ন স্টাইল
দেওয়া থাকবে সেখান
থেকে একটি অপসন সিলেক্ট করুন আর
একটি মুখকে বানিয়ে ফেলুন ফেস
ফাক। এভাবেই আপনার
বন্ধুকে বোকা বানিয়ে ফেলুন।
Updated : June 22, 2014
Size: 19MB
Current Version : 2.0.3
Requires Android : 4.0 and up
বিদায় আবার দেখা হবে পরের
পোস্টে সবাই ভালো থাকবেন।