Home About-us Privacy Policy Contact-us Services

কিভাবে ইন্টারনেট থেকে সব কিছু ডাউনলোড করবেন এবং ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সব পদ্ধতি একসাথে ।

ad+1

কিভাবে ইন্টারনেট থেকে সব কিছু ডাউনলোড করবেন এবং ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সব পদ্ধতি একসাথে।
চাইলেই আপনি ইন্টারনেট থেকে যেকোনো কিছু ডাউনলোড করতে পারেন। ভিডিও, এমপিথ্রি, ছবি, যা চান। আপনার শুধু দরকার হবে ফায়ারফক্সের একটা অ্যাডঅন। অ্যাডঅনটির নাম ভিডিও ডাউনলোড হেল্পার। ডাউনলোড করুন এই লিন্ক থেকে – ৪৮৭ কিলোবাইট। ইনস্টল করার পর যখন
ফায়ারফক্সে কোনো পেজ খুলবেন, সেখানে যত গান, ছবি, ভিডিও ইত্যাদি থাকবে, সবকিছুর ডাউনলোড লিন্ক আপনি পেয়ে যাবেন। অ্যাডঅনটিতে তিনটি বেলুন আছে,
ডাউনলোড করার মত কিছু পেলেই বেলুন তিনটি ঘুরতে থাকবে। বেলুনটির পাশে একটি তীর চিন্হ দেখা দেবে। সেটিতে ক্লিক করলেই কি কি ডাউনলোড করা যাবে, তার তালিকা চলে আসবে।
যেমন ধরুন, আপনি ইউটিউবে একটি ভিডিও দেখছেন।
ভিডিওটি শুরু হওয়া মাত্রই
অ্যাডঅনটির বেলুনগুলো ঘুরতে শুরু করবে, তখন আপনি দেখা দেয়া তীর চিন্হতে ক্লিক করলেই তালিকা দেখবেন –
  • Shaon Asilo Fire
  • Shaon Asilo Fire.flv
  • [HQ 18]Shaon Asilo Fire
  • [HQ 35]Shaon Asilo Fire.mp4
চারটির সাইজ চার রকম। শুধু নামসহটা সবচে’ ছোট, এফএলভিযুক্ত লিন্কটা একটু বড়ো, হাই কোয়ালিটি ১৮ টা এমপিফোর ও মাঝারি, হাই কোয়ালিটি ৩৫টা এফএলভি ও সবচে’ বড়ো।
চারটিতেই কিন্তু পুরো ভিডিও আছে। শুধু সাইজেরই তফাৎ। আপনার পছন্দের সাইজেরটিতে চাপ দিন। ব্যস, ডাউনলোড শুরু হয়ে যাবে। শুধু ইউটিউব না, যে কোন সাইটের যে কোন ভিডিও বা গান বা যে কোন মিডিয়া ফাইল এভাবে ডাউনলোড করা যায়। অ্যাডঅনটা ইনস্টল করে নিচের গানটা ট্রাই করে দেখুন।
Katobar Vebechinu….
মনে রাখবেন, আপনাকে ফায়ারফক্সই ইউজ করতে হবে। অন্য কোনো ব্রাউজার দিয়ে এই অ্যাডঅন ইউজ করতে পারবেন না।
বিস্তারিত দেখুন এখানে
বিঃদ্রঃ অ্যাডঅনটা দিয়ে আপনি দু’টি সাইটের গান ডাউনলোড করতে পারবেন না। একটি হোলো ডীজার, অন্যটি মিউজিক ইন্ডিয়া অনলাইন।
২. ডীজারে লক্ষ লক্ষ গান আছে, ১২৮ কেবিপিএস অরিজিনাল এমপিথ্রি। শুধুই শোনা যায়, ডাউনলোড করা যায় না। এ ধরনের শুধুই শোনা কিন্তু ডাউনলোড করতে না পারা অনেক গান নিশ্চয়ই আপনারা মিস করেন। ডীজারের গান ডাউনলোড করার জন্য লাগবে ফ্রীজার, ডাউনলোড করুন এখান থেকে –৭৮ কিলোবাইট
ডাউনলোড করার পর ফ্রীজার জিপটি আনজিপ করে ফ্রীজার নামের মূল জিনিসটি খুলুন, তারপর ফায়ারফক্সের টুলস>অপশন>অ্যাডভান্সড>নেটওয়ার্ক>সেটিংসে যান।
এবার একটি ডায়লগ বক্স আসবে। সেখানে “নো প্রক্সি“র বদলে “ম্যানুয়াল প্রক্সি” সিলেক্ট করুন।
  • ফায়ারফক্সের টুলস>অপশন>
  • অ্যাডভান্সড>নেটওয়ার্ক>সেটিংস
  • “নো প্রক্সি“র বদলে “ম্যানুয়াল প্রক্সি”
  • ম্যানুয়াল প্রক্সিতে এইচটিটিপি (http) প্রক্সি লিখুন “localhost” আর পোর্ট দিন “৮৮০০”(8800).
এবার গান প্লে করুন, সেভ করার জন্য লোকেশন চেয়ে ডায়লগ বক্স আসবে, লোকেশন সিলেক্ট করে দিন। পুরো বাফার হলেই ডাউনলোড শেষ হয়ে যাবে, পুরো প্লেও হওয়ার প্রয়োজন হবে না। ডীজারে আপনি এমন সব গান পাবেন, যেসব গান খুবই দুষ্প্রাপ্য, ইন্টারনেটের আর কোথাও ফ্রি ডাউনলোড করা যায় না।
ফ্রীজার দু’টি ব্রাউজারে কাজ করে, ১. মোজিলা
ফায়ারফক্স, ২.ফ্লক। ডীজার ছাড়াও জিওয়া.এফএম ও আইমিম.কমের গান ফ্রীজার দিয়ে ডাউনলোড করা যায়।
৩. http://www.musicindiaonline.com বা মিউজিক ইন্ডিয়া অনলাইন সাইটটি নিজেদের ভারতের সেরা সঙ্গীতের সাইট বলে মনে করে। এ সাইটের বিশেষত্ব হোলো, এখানে সব গান মাত্র ২০ কেবিপিএস wma, কিন্তু কোয়ালিটি ১২৮ কেবিপিএসের চেয়েও ভালো। যে কোনো নতুন হিন্দি গান এই সাইটে মাত্র ৫০০ কিলোবাইটে পাওয়া যাবে, যা ৫ মেগাবাইট এমপিথ্রির চেয়েও ভালো।
এখান থেকে ডাউলোড করতে বেশি ঝামেলা করার দরকার নেই। প্রথমে যে গানটা ডাউনলোড করবেন, পুরোপুরি প্লে করুন। তারপর start menu>all programs>accessories>system tolls>disk cleanup এ যান। সি ড্রাইভ সিলেক্ট করুন। তারপর যখন কতটুকু খালি করা যাবে তার হিসেব আসবে একটা বক্সে, সেখানে temporary files view files সিলেক্ট করুন। অতঃপর চারটা ফোল্ডার দেখতে পাবেন। ৫টিও থাকতে পারে। সবক’টিতে ঢুকে দেখুন, কোনো না কোনো একটায় পুরো গানটা wma ফরম্যাটে সেভ হয়ে আছে। ফাইলটা সরিয়ে বা কপি করে অন্য কোথাও নিন।
এই পদ্ধতিতে আরও কিছু সাইট থেকে গান ডাউনলোড করা যায়, যেসব সাইটে wma ফরম্যাটের গান থাকে। wma ফরম্যাটের যে কোনো গান এই পদ্ধতিতে ডাউনলোড করা যাবে। কিছু কিছু এমপিথ্রিও এই পদ্ধতিতে ডাউনলোড করা সম্ভব। যেমন -সাউন্ডক্লাউড.কমের এমপিথ্রি। আমি এই সাইট থেকে মাঝে মাঝেই গান দেই, আজও দিলাম। ট্রাই করে দেখুন। তবে মনে রাখবেন, অবশ্যই এ পদ্ধতিতে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতে হবে। সাউন্ডক্লাউডের এমপিথ্রি কিন্তু ডাউনলোড হেল্পার অ্যাডঅন দিয়েও ডাউনলোড করা যায়।
আর মিউজিক ইন্ডিয়া অনলাইনের গান ডাউনলোড করতে মাত্র এক মিনিট লাগবে ( যদি গান পাঁচ মিনিটের হয়)।
বিঃদ্রঃ প্রথমবার মিউজিক ইন্ডিয়া
অনলাইনে গান বাজাতে গেলে আপনার কম্পিউটারের কনফিগারেশন চাইবে, windows media player। আর real media player থেকে একটা সিলেক্ট করতে বলবে। অবশ্যই “windows media player” সিলেক্ট করবেন।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সব পদ্ধতিঃ

অনেকেই ইউটিউব থেকে গান, নাটক ইত্যাদি ডাউনলোড করতে চান। অনেকেই অনেক পন্থা অবলম্বন করেন। আমার জানা কিছু উপায় আপনাদের কাছে শেয়ার করবঃ
১. আমরা অনেকেই ভিডিও দেখার পর তা আবার ডাউনলোড করার চেষ্টা করি, কিন্তু এতে আপনি সময়ের অপচয় বৈ কিছুই করছেন না, আপনি কিছুক্ষন আগে যে ভিডিওটি দেখলেন তা আপনার টেম্প ফোল্ডারে জমা আছে। এখন, কিভাবে তা আপনার কম্পিউটারে সেভ করবেন? আপনি ইউটিউব ভিডিও দেখতে পেলে আপনাকে মনে করতে হবে, আপনার ফ্ল্যাশ প্লেয়ারসহ অন্যান্য অ্যাড-অন্স ঠিক আছে।
প্রথমেঃ আপনি আনলকার সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন এখানঃ http://www.filehippo.com/download_unlocker/ , ইন্সটল করুন। তারপর, Run – %temp% -> Enter -> flaxxxx.tmp এই রকম কিছু ফাইল দেখবেন। এখন, flaxxxx.tmpফাইলটির উপর রাইট-ক্লিক করে, Unlocker সিলেক্ট করুন। তারপর, No Action ক্লিক করুন, সেখান থেকে Copy সিলেক্ট করুন। এখন, ফাইলটিকে আপনার পছন্দসই নাম দিন, ফাইল নেমের এক্সটেন্সান হিসেবে .flv দিন। এখন, ফাইলটিকে VLC প্লেয়ার দিয়ে প্লে করুন।
২. অনলাইন সাইট থেকে ডাউনলোডঃ (আপনাকে ইমেইল করে লিঙ্ক পাঠানো হবে)
একই সাথে অনলাইন ডাউনলোড ও কনভার্ট করুন http://www.zamzar.com/url/ > ১০০ মেগাবাইট পর্যন্ত সরাসরি অনলাইন ডাউনলোডঃ (জাভা লাগতে পারে কিছু সাইটের জন্য)
অ্যাড-অন্স, টুলবার, বুকমার্কলেটস, এবং উইজার এজেন্ট ব্যাবহার করেঃ অ্যাড-অন্স (Firefox , Chrome and others)
+download&platform=&appver=&cat=all ((Firefox)

টুলবারঃ

বুকমার্কলেটস

ভিডিও পেজে থাকাকালীন সময়ে লিঙ্কটি ড্রাগ এন ড্রপ করে আপনার বুকমার্ক বারে নিলেই হবে।
PwnYouTube | KeepTube | ClipConverter |  SaveFrom
উইজার স্ক্রিপ্টসঃ
উইজার স্ক্রিপ্টের জন্য আপনার GreaseMonkey (Firefox) দরকার হবে। গুগল ক্রমের জন্য কিছু লাগবে না।
q=youtube+download&submit=

সফটওয়্যারঃ

ডাউনলোড ও কনভার্ট করার জন্যঃ

আশা করি, উপরের লিঙ্কগুলো থেকে অনেকেই উপকার পাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান।
অনুরোধঃ এমন কোন ভিডিও ডাউনলোড/শেয়ার করবেন না, যা দেশ, জাতি, ধর্ম, বর্ণকে অপমান করে।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates