আগামী ১৯-২১ জুন
চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩
দিন ব্যাপী উদ্যোক্তা উৎসব।
" চাকরি খুঁজব না চাকরি দেব "
চট্টগ্রাম চ্যাপ্টারের আয়োজনে ও
বিডিওএসএন (বাংলাদেশ ওপেন
সোর্স নেটওয়ার্ক) এর সহযোগীতায়
চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন ইনডোর
জিমনেশিয়াম হল এ অনুষ্ঠিত
হতে যাওয়া এই
উৎসবে থাকছে নানামুখী আয়োজন।
মূলতঃ বাংলাদেশের তরুন সমাজ
কে চাকুরীর
পিছনে না ছুঠে নিজেদের
কে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার
প্রত্যয় নিয়ে পরিকল্পিত এই উৎসব
চলাকালীন সময়ে ৩৫ টি স্টলে নতুন
উদ্যোক্তারা তাদের পণ্য
বা সেবার
শোকেজিং করতে পারবেন।
এবারের উৎসব এ সর্বমোট ৩৫ জন
উদ্যক্তা কে তাদের পণ্য ও সার্ভিস
প্রদর্শনের সুযোগ করে দেয়া হবে।
পাশাপাশি প্রতিদিন ৩
টি সেশনে উদ্যোক্তাদের জন্য
সহায়ক বিভিন্ন কর্মশালার আয়োজন
করা হবে।
সেইসাথে আরো থাকছে ফ্রিল্যান্সিং বিষয়ক
২ টি ও মোবাইল এপস
ডেভালাপমেন্ট নিয়ে ১
টি কর্মশালা। উদ্যক্তাদের
নিয়ে আছে নেটওয়ার্কিং সেশন।
সকল সেশন সকলের জন্য উন্মুক্ত।
সেসনগুলোর সময়সূচীঃ
তারিখ সময় সেশন টাইটেল বক্তা
১৯জুন,২০১৪ ১০.০০-১১.০০ উদ্ভোধন ও উদ্যোক্তাদের
মধ্যে নেটওয়ার্কিং সেশন
১১.০০-১.০০ ব্যবসায় উদ্যোগ শুরু ও চালিয়ে নেয়া মুনীর হাসান, সাধারণ
সম্পাদক, বিডিওএসএন
১১.০০-১.০০
প্রজেক্ট প্রোফাইল তৈরি করা
ব্র্যন্ডিং (পণ্য, প্রতিষ্ঠান,
ওয়েবসাইট),ট্রেড লাইসেন্স,কপিরাইট
রেজিস্ট্রেশন,এক্সপোর্ট-ইমপোর্ট
লাইসেন্স,ভ্যাট ও ইনকাম ট্যাক্স
রেজিস্ট্রেশন,কোম্পানি রেজিস্ট্রেশন
চুক্তি/এগ্রিমেন্ট: পার্টনারশিপ
চুক্তিপত্র,ভাড়ার চুক্তিপত্র সহ যাবতীয়
চুক্তিপত্র বিষয়ক বিষয়াবলী
আবুল কালাম আজাদ,
IDLCশোয়েব, HIPS
৩.০০-৫.০০ ফ্রিল্যান্সিং ইন আইটি–
নতুনরা কি করবে,কিভাবে করবে?
তারিক মুহাম্মদ ইকবাল,CTO,
LionCoders
২০জুন,২০১৪ ১০.০০ –
১২.০০
ব্যাংকিং এন্ড ফাইন্যান্স
অফিস ফ্যাক্টরি সেটআপ, ইনডেন্টিং,
ইন্টেরিয়র
ডিজাইনিং,ফ্যক্টরি ইন্টেরিয়র,
মেশিনারিজ সেটআপ,
ইউটিলিটি(গ্যস,পানি,বিদ্যুৎ,টেলিফোন,ইন্টারনেট,জেনারেটর)
প্রোডাকশন ম্যানেজমেন্ট
বাংলাদেশ ব্যংকের
প্রতিনিধি
৩.০০-৫.০০ মোবাইল এপস ডেভালাপমেন্ট মাইনুল ইসলাম,CEO,
LionCoders
৫.০০-৬.০০ একজন সফল উদ্যোক্তার গল্প রাজিব রায়,CEO, Royex
Technologies
২১জুন,২০১৪ ১০.০০-১১.০০ ফেসবুক মার্কেটিং আবুল কাশেম, CEO, Xponent
Info System
১১.০০-১২.০০ হোসেন জিল্লুর রহমানের
সাথে উদ্যোক্তাদের আড্ডা
১২.০০-২.০০ এডভার্টাইজি, প্রোডাক্ট প্রমোশন,
প্রিন্টিং এন্ড প্যাকেজিং
মাহমুদুল হাসান সাদী,
ব্যবস্থাপনা পরিচালক,
সাদী ডিজিটাল
১২.০০-২.০০ হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট এন্ড
ম্যানেজমেন্ট।
মুর্শেদ হায়দার, অপটিমা,
এইস আর সলিউশন
৩.০০-৫.০০ অনলাইন প্রফেশনালস মিটআপ
৫.০০-৬.০০ নিউ মার্কেটপ্লেস ফর ফ্রিল্যান্সারস রাজিব রায়,CEO, Royex
Technologies
৫.০০-৬.০০ সমাপনী
চট্টগ্রামের সবাই আমন্ত্রিত।
বিস্তারিত জানতে ভিজিট করুন
http://www.uddoktautsob.com/ ।
উদ্যোক্তা উৎসব,চট্টগ্রাম ২০১৪
তে এখনও কিছু স্টল খালি আছে।
আগ্রহীরা বরাদ্দের জন্য আবেদন
করতে পারেন। শহরের
প্রাণকেন্দ্রে এবং প্রাইম লোকেশন
এ এবারের প্রোগ্রাম অনুস্টিত
হতে যাচ্ছে বলে, এবারে যেসব
উদ্যক্তারা স্টল নেওয়ার সুযোগ
পাবেন তারা বাড়তি প্রচারণা ও
পণ্য বিক্রি করতে পারবেন সহজেই।
এবারের উৎসব উপলক্ষে শহরজুড়ে ব্যপক
প্রচারণার ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি অনলাইন প্রচারণাও
করা হবে ব্যপকভাবে।