সবসময় কি একভাবে ফেসবুক ব্যবহার করতে ভাল লাগে।
এজন্য একটু চেঞ্জ নিয়ে আসুন আপনার ফেসবুক টাইমলাইনে।
(গুগল ক্রম ইউজারদের জন্য প্রযোজ্য)

সমস্যা হলে আমাকে জানাবেন।
এজন্য একটু চেঞ্জ নিয়ে আসুন আপনার ফেসবুক টাইমলাইনে।
(গুগল ক্রম ইউজারদের জন্য প্রযোজ্য)
কীভাবে করবেন
- প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন।
- তারপর নিচের লিঙ্ক অথবা ক্রম এক্সটেনশনে সার্চ করে Facebook Themes (Facebook Style Gallery) App টি আপনার গুগল ক্রম ব্রাউজারে ইন্সটল করে নিন।
- তারপর ব্রাউজার রিস্টার্ট দিয়ে পুনরায় ফেসবুকে লগইন করে এই লিঙ্কে প্রবেশ করুন।
- সেখান থেকে নিচের ছবির মতো Explore অপশনে যান।
- তারপর আপনার পছন্দের টাইমলাইন ভিউ চুজ করুন।
- ফেসুবুকের চেহারা চেঞ্জ।
- অবিশ্বাস্য না?
- প্রতিনিয়ত এখান থেকে আপনি আপনার ফেসবুকের নতুন স্বাদ নিতে পারবেন।
সমস্যা হলে আমাকে জানাবেন।