আমি অবশ্য ভাইরাস সম্পর্কে কিছু
জানি না বলতে হয়।
তারপরও শিখি।
আর আজকে একটা কোড পাইলাম,
কপি পেস্ট করে তৈরিও করলাম।
সাথে সাথে আমার Anti-Virus
পেয়ে গেল।
আপনিও আপনার প্রযুক্তি জীবনের
প্রথম ভাইরাস তৈরি করতে পারেন।
এক লাইনের মাত্র।
(অভিজ্ঞরা দূরে থাকুন)
কিভাবে কি করবেন
প্রথমে আপনি ডেস্কটপে রাইট
ক্লিক করে New
থেকে Text Document এ
ক্লিক করুন।
নিচের চবির মতো-
তারপর Test Document
টি open করে নিচের
কোডটুকো কপি পেস্ট করন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
তারপর
যেকোনো নামে ডকুমেন্টটি সেভ
করুন।
কিছুক্ষণ পরেই দেখবেন আপনার
কম্পিউটারে Anti-Virus
দেওয়া থাকলে পেয়ে যাবে।
জাস্ট
পরীক্ষা করে আপনি ফাইলটা ডিলিট
করে দিবেন, না হলে কি ক্ষতি হয়
বলতে পারবো না।
পুনচ্চঃ অন্য কারও ক্ষতি করবেন না।
ধন্যবাদ সবাইকে।
জীবনের প্রথম ভাইরাস তৈরি, আপনিও তৈরি করুন। পুনচ্চঃ কাউকে ক্ষতি করবেন না!!